শনিবার, ৯ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা
বেনাপোল কাস্টমস

বিজ্ঞপ্তি প্রকাশের তিন বছর পর নিয়োগ প্রক্রিয়া শুরু

বেনাপোল প্রতিনিধি

অবশেষে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তিন বছর পর নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে চলেছে বেনাপোল কাস্টমস হাউস কর্তৃপক্ষ। ১৩টি শূন্য পদে লোক নেওয়া হবে ৯৪ জন। আবেদন জমা পড়েছে ৬৪ হাজার। প্রাথমিক বাছাইয়ে টিকে আছে প্রায় ৫২ হাজার প্রার্থী। এসব প্রার্থী হতাশায় দিন পার করেছেন। ইতিমধ্যে অনেকের চাকরির বয়স শেষ হয়ে গেছে। তবে ইতিমধ্যে লিখিত ও মৌখিক পরীক্ষার কার্ড ছাড়া শুরু করেছে কাস্টমস কর্তৃপক্ষ। আগামী ২৯ নভেম্বর যশোরের      বিভিন্ন স্কুল ও কলেজে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৬ ডিসেম্বর বেনাপোল কাস্টমস হাউসে মৌখিক পরীক্ষা নেওয়া হবে। জানা গেছে, জনবল সংকট নিরসনে ২০১৬ সালের ২ অক্টোবর ১৩ বিভাগে ৯৪ জন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আবেদনপত্র জমা দেওয়ার সময় ছিল ওই বছরের ১৫ নভেম্বর। পদের মধ্যে ছিল কম্পিউটার অপারেটর ৪ জন, সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ২ জন, সাঁট-লিপিকার কাম কম্পিউটার অপারেটর ২ জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ৫ জন, টেলিফোন অপারেটর ১ জন, ফটোকপি অপারেটর ২ জন, ইলেকট্রিশিয়ান ১ জন, গাড়িচালক ১০ জন, সিপাহি ৫৬ জন, উচ্চমান সহকারী ৬ জন, ক্যাশিয়ার ১ জন, অফিস সহায়ক ৩ জন ও নিরাপত্তা প্রহরী ১ জন নিয়োগের কথা বলা হয়। আবেদন যাচাই- বাছাই করতে অনেকটা সময় নষ্ট হয়ে যায়। পরে সময় বৃদ্ধির জন্য আবেদন জানালে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব চলতি বছরের ১৮ জুলাই এক পত্রে সরাসরি নিয়োগযোগ্য শূন্যপদে জনবল নিয়োগের ছাড়পত্রের মেয়াদ ২১ অক্টোবর-২০১৯ থেকে ২০ অক্টোবর-২০২০ এক বছর বৃদ্ধি করেন। কয়েকজন আবেদনকারী জানান, কয়েকজনের চাকরির বয়স ইতিমধ্যে চলে গেছে। তিন বছর পর অ্যাডমিট কার্ড পেয়ে অনেকটা খুশি তারা।

 বেনাপোল কাস্টমস হাউসের উপকমিশনার ও বিভাগীয় নির্বাচন কমিটির সদস্য সচিব এস এম শামীমুর রহমান জানান, নানা জটিলতায় নিয়োগ প্রক্রিয়া ঝুলে ছিল। সব জটিলতা কেটে গেছে। মন্ত্রণালয়ের সময়সীমার আগেই নিয়োগ সম্পন্ন করার টার্গেট কাস্টমসের।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর