রবিবার, ৮ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উপলক্ষে পাঁচ দিনের কর্মসূচি বিএনপির

নিজস্ব প্রতিবেদক

শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। গতকাল রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভার পর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্সসূচি  ঘোষণা করেন। কর্মসূচি হচ্ছে- ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে ভোরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন, সকালে মিরপুরে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ, ১৫ ডিসেম্বর বিকালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে আলোচনা সভা, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের দিন সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ ও পরে শেরেবাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণ, ১৭ ডিসেম্বর ঢাকায় বিজয় র‌্যালি এবং বিজয় দিবসের আলোচনা সভা। এদিকে যৌথ সভা চলাকালে বিএনপি কার্যালয়ের সামনে পুলিশসহ অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবস্থান দেখা গেছে। বিজয় দিবসের দিন নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয় ও গুলশানে চেয়ারপারসনের কার্যালয়সহ সারা দেশের দলীয় অফিসে আলোকসজ্জা করবে। দিবসটি উপলক্ষে পোস্টার প্রকাশ করবে বিএনপি। দলীয় উদ্যোগে আলোচনা ও মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে আলোচনা সভা হবে। তবে স্থান ও দিনক্ষণ ঠিক হয়নি। কেন্দ্রীয় কর্মসূচির বাইরে সারা দেশে জেলা ইউনিটগুলোও নিজস্ব সুবিধা অনুযায়ী বিভিন্ন কর্মসূচি করবে।

মির্জা ফখরুলের সভাপতিত্বে যৌথ সভায় বিএনপির রুহুল কবির রিজভী, মজিবর রহমান সরোয়ার, সৈয়দ মোয়াজ্জেম  হোসেন আলাল, খায়রুল কবির খোকন, হাবিব-উন নবী খান সোহেল, মীর সরাফত আলী সপু, আবদুস সালাম আজাদ, তাইফুল ইসলাম টিপু, আবদুল আউয়াল খান, আ ক ম  মোজাম্মেল হক এবং অঙ্গ সংগঠনের ইশতিয়াক আজিজ উলফাত, আনোয়ার হোসেইন, হুমায়ুন কবির খান, মোস্তাফিজুল করিম মজুমদার, সুলতানা আহমেদ, হেলেন জেরিন খান, হাসান জাফির তুহিন, মামুন হাসান, মোস্তাফিজুর রহমান, এ জি এম শামসুল হক, আহসান উল্লাহ চৌধুরী, হেলাল খান, রফিকুল ইসলাম মাহতাব, আবদুর রহিম, শাহ নেছারুল হক, সেলিম রেজা, আবুল কালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন। 

সর্বশেষ খবর