রবিবার, ৫ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

অভিনব কায়দায় ইয়াবা ব্যবসা

নিজস্ব প্রতিবেদক

অভিনব কায়দায় ইয়াবা ব্যবসা

কৃষিপণ্য পরিবহনের আড়ালে ইয়াবা পাচারের অভিযোগে রাজধানীতে এক যুবককে আটক করেছে র‌্যাব। এ সময় তার কাছ থেকে ১৯ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। তার নাম আজিম প্রামাণিক (২৪)। গতকাল ভোর সাড়ে ৬টায় বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কিসমত হোটেলের সামনে থেকে তাকে আটক করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক্টর জব্দ করা হয়েছে। র‌্যাব-১ সূত্র জানায়, ট্রাক্টরের সাইড কভারের ভিতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১৯ হাজার ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। আজিম পাবনার কাজীপাড়ার রাঘবপুর গ্রামের মৃত নিয়ামত প্রামাণিকের ছেলে। তার চক্রের সদস্যরা মিয়ানমার থেকে নদীপথে ইয়াবার চালান কক্সবাজারে নিয়ে আসে। এরপর সেখান থেকে ছোট ছোট চালানে ভাগ করে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় মাদক কারবারিদের কাছে সরবরাহ করে। আটক আজিম চক্রের হোতার নির্দেশে মাদকের চালান ঢাকার মাদক কারবারিদের কাছে সরবরাহের জন্য ট্রাক্টরে লুকিয়ে নিয়ে আসে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, সে পেশায় একজন কৃষক। এই মাদক কারবারি চক্রের সঙ্গে জড়িত হওয়ার পর থেকে সে কৃষিপণ্য পরিবহনের আড়ালে মাদকের চালান পাচার করে আসছে। এই চালানটিও রাজধানীর একজন মাদক কারবারির কাছে হস্তান্তরের কথা ছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দেওয়ার জন্য সে ইয়াবার চালানটি ট্রাক্টরের সাইড কভারে কৌশলে লুকিয়ে রাখে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর