বর্ষীয়ান রাজনীতিবিদ, বিশিষ্ট ভাষাসৈনিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর অ্যাডভোকেট আহমেদ আলীর দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে। গতকাল বাদ আসর কুমিল্লা টাউন হল মাঠে নামাজে জানাজা শেষে তাঁর লাশ কুমিল্লা নগরীর রেসকোর্স কবরস্থানে দাফন করা হয়। ভাষাসৈনিক অ্যাডভোকেট আহমেদ আলী প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হয়ে শুক্রবার রাত ১টা ৪৭ মিনিটে রাজধানীর এ্যাপোলো হসপিটালসে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল সকালে ঢাকা থেকে তাঁর লাশ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কাজলিয়া গ্রামে নিয়ে যাওয়া হয়। গ্রামের বাড়িতে সকাল ১০টায় প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর ব্রাহ্মণবাড়িয়া থেকে ৯৭ বছর বয়সী এই ভাষাসৈনিকের লাশ দ্বিতীয় জানাজা ও শেষ শ্রদ্ধা জানানোর জন্য কুমিল্লা টাউন হল মাঠে আনা হয়। সেখানে আহমেদ আলীর কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান কুমিল্লা জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আইনজীবী সমিতিসহ নগরীর সর্বস্তরের নাগরিক।
জানাজা নামাজের আগে তাঁর মৃত্যুতে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার শোকবার্তা পাঠ করা হয়। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও তাঁর মৃত্যুতে শোক জ্ঞাপন করেন। জানাজা নামাজে আহমেদ আলীর আত্মার মাগফিরাত কামনা করে বক্তব্য দেন সাবেক রেলমন্ত্রী কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুল হক এমপি, বাংলাদেশ বার কাউন্সিলরের সাবেক ভাইস প্রেসিডেন্ট আবদুল বাসেত মজুমদার, দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক সাজ্জাদ হোসেন স্বপন, কুমিল্লা জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাইজার মো. ফারাবী। বক্তব্যে সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক এমপি বলেন, ‘অ্যাডভোকেট আহমেদ আলী ছিলেন আমাদের অভিভাবক। তিনি আজ আমাদের ছেড়ে চলে গেলেন। তাঁর মৃত্যুতে কুমিল্লায় আওয়ামী লীগের যে ক্ষতি হয়েছে তা পূরণ হওয়ার নয়। আমরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি।’ জানাজায় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সফিউল আহমেদ বাবুল, কুমিল্লা আদর্শ সদর উপজেলার চেয়ারম্যান অ্যাডভোকেট আমিনুল ইসলাম টুটুল, অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) আবদুল্লাহ আল-মামুন, কুমিল্লা আইনজীবী সমিতির সদস্যসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা-কর্মী। উল্লেখ্য, ১৯৭০ সালে তৎকালীন পূর্ব পাকিস্তান গণপরিষদ নির্বাচনে বৃহত্তর কুমিল্লা-৫ আসনের (বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া-৫) এমএলএ নির্বাচিত হন আহমেদ আলী। যেটা ’৭১ সালে এমসিএতে রূপান্তরিত হয়। তিনি ’৫৩ সালে বৃহত্তর কুমিল্লা জেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ আইনজীবী সমিতির প্রথম নির্বাচিত ভাইস চেয়ারম্যান ছিলেন।