রবিবার, ২৬ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

বিএনপির দুই প্রার্থী প্রতিযোগী হিসেবে অসম

বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক

নিজস্ব প্রতিবেদক

বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক বলেছেন, নির্বাচনে রাজনৈতিক দল এমন ব্যক্তিকে মনোনয়ন দেয় যে প্রতিদ্বন্দ্বিতা করে জয় ছিনিয়ে আনতে পারে। কিন্তু বিএনপি যে দুই প্রার্থীকে মনোনয়ন দিয়েছে তাদের নিজের পরিচয় দেওয়ার কিছু নেই। দুজনই বাবার পরিচয়ে নির্বাচন করছেন। আওয়ামী লীগের প্রার্থীদের তুলনায় তীব্র প্রতিদ্বন্দ্বিতার এ নির্বাচনে তারা অসম। গতকাল রাজধানীর গুলশানে একটি হোটেলে  আয়োজিত ‘আমার মেয়র’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। ‘অপরাজেয় বাংলা’ নামের একটি সংগঠনের উদ্যোগে এ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। সংগঠনের সদস্য সচিব      এইচ রহমান মিলুর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল, আমাদের নতুন সময় সম্পাদক নাইমুুল ইসলাম খান, ব্যরিস্টার তুরিন আফরোজ, সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল, গণমাধ্যম ব্যক্তিত্ব ফয়জুল হক রাজু, বিসিবি পরিচালক মাহবুব আনাম প্রমুখ।

এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক বলেন, বিএনপির প্রার্থী তাবিথ আউয়াল হলফনামায় অসত্য তথ্য পরিবেশন করেছেন। তিনি বিজয়ী হওয়ার পরেও যদি এটা প্রমাণিত হয় তাহলে পুনরায় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করতে হবে। তিনি যে মিথ্যাচার করেছেন তার প্রমাণ আমার হাতে আছে। ব্যরিস্টার তুরিন আফরোজ বলেন, আমরা চাই মশক, জলজট, যানজটমুক্ত শহর। নারীরা যেন নিরাপদে এ শহরে যাতায়াত করতে পারে। নাগরিক সুবিধা নিশ্চিত করতে পারে এমন ব্যক্তিকেই মেয়র হিসেবে নির্বাচিত করতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর