শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

রমজানে ব্যবসায়ীদের সিন্ডিকেট বরদাস্ত করা হবে না

-বাণিজ্যমন্ত্রী

রংপুর প্রতিনিধি

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, রমজানে ব্যবসায়ীদের কোনো সিন্ডিকেট বরদাস্ত করা হবে না। সিন্ডিকেট কঠোরভাবে দমন করা হবে। গতকাল দুপুরে রংপুর নগরীর সেন্টাল রোডের নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আরও বলেন, এবার রমজানের ১৫ দিন আগেই ৩০ হাজার টন পিয়াজ ও তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি দেশে আনার পরিকল্পনা রয়েছে। ভোক্তাদের যেন অসুবিধা না হয়,         সেজন্য সারা বছর টিসিবির মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করা হবে। মন্ত্রী এক প্রশ্নের জবাবে বলেন, ‘করোনাভাইরাস নিয়ে সরকার সতর্ক। আমাদের দেশের কিছু লোক চায়নাতে আছে, তাদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে। সরকারই এর দায়িত্ব নিয়েছে এবং সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।’ এ সময় আওয়ামী লীগের নেতারাও উপস্থিত ছিলেন।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর