সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

গোপালগঞ্জ বশেমুরবিপ্রবিতে সংঘর্ষ, ক্যাম্পাসে ভাঙচুর

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি   বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ও আইন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ শিক্ষার্থী আহত হয়েছেন। এ সময় তাদের মধ্যে ইট-পাটকেল ছোড়াছুড়ি হয় এবং দফায় দফায় সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটে।

গতকাল দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত এ সংঘর্ষ হয়। শিক্ষার্থীরা    জানান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের সঙ্গে আইন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী অঙ্কিতের কথা কাটাকাটি হয়। এক   পর্যায়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা অঙ্কিতকে মারধর করে।

পরবর্তীতে বিষয়টি উভয় বিভাগের শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে পড়লে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের লিপুজ ক্যান্টিনের সামনে অবস্থান নেন।

এ সময় তাদের মধ্যে ইটপাটকেল ছোড়াছুড়ি হয় এবং দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। পরে শিক্ষার্থীরা পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ, মার্কেটিং বিভাগ, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ এবং ফিজিক্স বিভাগের জানালার গ্লাস ভাঙচুর করে।

সর্বশেষ খবর