রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

পরিবেশের জন্য ক্ষতিকর ইটভাটা বন্ধ করা হবে : পরিবেশমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী শাহাব উদ্দিন বলেছেন, ২০২৫ সালের মধ্যে পরিবেশের জন্য ক্ষতিকারক সব ইটভাটা বন্ধ করে দেবে সরকার। ভাটায় পোড়ানো ইট পরিবেশের জন্য খুবই ক্ষতিকর। গতকাল দুপুরে সিলেটের হরিপুরে বাঘেরখালে পরিবেশবান্ধব ইট কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। তিনি আরও বলেন, ইটভাটাগুলো দিন দিন ফসলি জমি নষ্ট করছে। ব্যাপক ক্ষতি            করছে পরিবেশের। তাই এখন থেকে সবাইকে পরিবেশবান্ধব ব্লক ইট ব্যবহারের চেষ্টা করতে হবে। পরিবেশবান্ধব ‘ইকোইট’-এর প্রধান নির্বাহী কর্মকর্তা মিঠু তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য পেশ করেন পরিবেশ অধিদফতরের মহাপরিচালক ড. এ কে এম রফিক, পরিবেশ অধিদফতরের পরিচালক ইসরাত জাহান পান্না প্রমুখ।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর