এশিয়াস গ্রেটেস্ট ব্র্যান্ড অ্যান্ড লিডারস ২০১৯-২০ ‘করপোরেট এক্সিলেন্স’ ক্যাটাগরিতে উদীয়মান তারকা হওয়ার গৌরব অর্জন করেছেন দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের পরিচালক ইয়াশা সোবহান। গত শুক্রবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ম্যারিয়ট মারকুইস হোটেলে আয়োজিত অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ইয়াশা সোবহানকে উদীয়মান তারকার স্বীকৃতি দেয় আন্তর্জাতিক সাময়িকী এশিয়া ওয়ান। ১৩তম এশিয়ান বিজনেস অ্যান্ড সোশ্যাল ইনভেস্টর ফোরাম শিরোনামে আয়োজিত এবারের আসরে ‘এশিয়া ওয়ান গ্লোবাল এশিয়ান অব দ্য ইয়ার’ পদকে নির্বাচিত হয়েছেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান। এ বছর ১১ জন বিশেষ ব্যক্তিত্বকে ‘এশিয়া ওয়ান গ্লোবাল এশিয়ান অব দ্য ইয়ার’ পদকে ভূষিত করা হয়। যার মধ্যে বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান রয়েছেন। নিজ নিজ শিল্পপ্রতিষ্ঠান ও সমাজে বিশেষ কাজের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার দেওয়া হয়। এশিয়া ওয়ান হলো একটি আন্তর্জাতিক সাময়িকী। ইউনাইটেড রিসার্চ সার্ভিস (ইউআরএস) একটি আন্তর্জাতিক গণমাধ্যম প্রতিষ্ঠান। পত্রিকা ও টেলিভিশন দুই ক্ষেত্রেই তাদের পদচারণা। এশিয়া ও গলফ কো-অপারেশন কাউন্সিলভুক্ত (জিসিসি) দেশগুলোতে ইউআরএসের কর্মকান্ড রয়েছে। এশিয়া ওয়ান ও ইউআরএস যৌথভাবে এই অ্যাওয়ার্ড দিয়ে আসছে। ১৫ ক্যাটাগরিতে এই পুরস্কার দিয়ে আসছে এশিয়া ওয়ান ও ইউআরএস। ১৫টি ক্যাটাগরির মধ্যে অন্য যেসব ক্যাটাগরি রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো, এশিয়াস গ্রেটেস্ট ব্র্যান্ডস অ্যান্ড লিডারস, ভারতে দ্রুত বর্ধনশীল ব্র্যান্ডস অ্যান্ড লিডারস অ্যাওয়ার্ড, বাংলাদেশে দ্রুত বর্ধনশীল ব্র্যান্ডস অ্যান্ড লিডারস অ্যাওয়ার্ড। ১৫টি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয় তাদেরই যারা নিজ নিজ পেশায় অসাধারণ, ব্যতিক্রমী ও স্বতন্ত্র কাজ করে আসছেন। যেসব ব্যতিক্রমী মানুষকে নতুন প্রজন্ম অনুসরণ করে। তাদের কর্মকান্ডে তরুণ প্রজন্ম উৎসাহিত হয়। এসব সম্মানিত মানুষ অন্যদের কাছে আদর্শবান বিবেচিত হন। শ্রদ্ধার মানুষ হিসেবে বিবেচিত হন। সম্মেলনে ১৬টি শিল্পপ্রতিষ্ঠান, ১৮০টি ব্র্যান্ড এবং লিডারকে পুরস্কৃত করা হয়। এশিয়া থেকে ৩৫০ জনেরও বেশি দর্শক ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থাইল্যান্ডের সংসদ সদস্য পেটেকহোমপো কিজবুরানা, ভারত-থাইল্যান্ড চেম্বার অব কমার্সের সভাপতি রভি শেগাল, থাইল্যান্ডে নিযুক্ত মরক্কোর রাষ্ট্রদূত আবদেলিলাহ ইল হুসনিসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা। অনুষ্ঠানে ইউআরএস মিডিয়া এবং এশিয়া ওয়ান সাময়িকীর কো ফাউন্ডার রজৎ সুকাল বলেন, সারা বিশ্বেই এশিয়া ওয়ান ও ইউআরএসের একটা শক্ত অবস্থান আছে। ব্যবসা-বাণিজ্য, রাজনীতি ও সামাজিক বিভিন্ন বিষয়ে আমাদের প্রতিষ্ঠানের ভূমিকা সারা বিশ্বেই প্রশংসিত। প্রতিবছর আমরা এশিয়াস গ্রেটেস্ট ব্র্যান্ডস অ্যান্ড লিডারস ঘোষণা করছি।
শিরোনাম
- ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন
- জাতির গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী: তারেক রহমান
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
- আফগান সীমান্তে পাকিস্তানের অভিযান, নিহত ৩০
- ঢাকার যে আসনের প্রার্থী হতে মনোনয়ন কিনলেন রিকশাচালক সুজন
- রাশিয়া-যুক্তরাষ্ট্র মিলে তৈরি করছে শান্তিচুক্তির খসড়া, বিপাকে ইউক্রেন
- চবিতে চীনের অর্থায়নে কনফুসিয়াস সেন্টার স্থাপনের চূড়ান্ত সিদ্ধান্ত
- বেগম রোকেয়ার সুলতানা’স ড্রিমের বাংলা নাট্যরূপ মঞ্চস্থ করল আইইউবি থিয়েটার
- ‘সড়ক দুর্ঘটনায় নিহতদের ৩২ শতাংশই ৫-২৯ বছর বয়সী’
- টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
এশিয়াস গ্রেটেস্ট ব্র্যান্ডস অ্যান্ড লিডারস হলেন ইয়াশা সোবহান
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর