এশিয়াস গ্রেটেস্ট ব্র্যান্ড অ্যান্ড লিডারস ২০১৯-২০ ‘করপোরেট এক্সিলেন্স’ ক্যাটাগরিতে উদীয়মান তারকা হওয়ার গৌরব অর্জন করেছেন দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের পরিচালক ইয়াশা সোবহান। গত শুক্রবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ম্যারিয়ট মারকুইস হোটেলে আয়োজিত অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ইয়াশা সোবহানকে উদীয়মান তারকার স্বীকৃতি দেয় আন্তর্জাতিক সাময়িকী এশিয়া ওয়ান। ১৩তম এশিয়ান বিজনেস অ্যান্ড সোশ্যাল ইনভেস্টর ফোরাম শিরোনামে আয়োজিত এবারের আসরে ‘এশিয়া ওয়ান গ্লোবাল এশিয়ান অব দ্য ইয়ার’ পদকে নির্বাচিত হয়েছেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান। এ বছর ১১ জন বিশেষ ব্যক্তিত্বকে ‘এশিয়া ওয়ান গ্লোবাল এশিয়ান অব দ্য ইয়ার’ পদকে ভূষিত করা হয়। যার মধ্যে বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান রয়েছেন। নিজ নিজ শিল্পপ্রতিষ্ঠান ও সমাজে বিশেষ কাজের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার দেওয়া হয়। এশিয়া ওয়ান হলো একটি আন্তর্জাতিক সাময়িকী। ইউনাইটেড রিসার্চ সার্ভিস (ইউআরএস) একটি আন্তর্জাতিক গণমাধ্যম প্রতিষ্ঠান। পত্রিকা ও টেলিভিশন দুই ক্ষেত্রেই তাদের পদচারণা। এশিয়া ও গলফ কো-অপারেশন কাউন্সিলভুক্ত (জিসিসি) দেশগুলোতে ইউআরএসের কর্মকান্ড রয়েছে। এশিয়া ওয়ান ও ইউআরএস যৌথভাবে এই অ্যাওয়ার্ড দিয়ে আসছে। ১৫ ক্যাটাগরিতে এই পুরস্কার দিয়ে আসছে এশিয়া ওয়ান ও ইউআরএস। ১৫টি ক্যাটাগরির মধ্যে অন্য যেসব ক্যাটাগরি রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো, এশিয়াস গ্রেটেস্ট ব্র্যান্ডস অ্যান্ড লিডারস, ভারতে দ্রুত বর্ধনশীল ব্র্যান্ডস অ্যান্ড লিডারস অ্যাওয়ার্ড, বাংলাদেশে দ্রুত বর্ধনশীল ব্র্যান্ডস অ্যান্ড লিডারস অ্যাওয়ার্ড। ১৫টি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয় তাদেরই যারা নিজ নিজ পেশায় অসাধারণ, ব্যতিক্রমী ও স্বতন্ত্র কাজ করে আসছেন। যেসব ব্যতিক্রমী মানুষকে নতুন প্রজন্ম অনুসরণ করে। তাদের কর্মকান্ডে তরুণ প্রজন্ম উৎসাহিত হয়। এসব সম্মানিত মানুষ অন্যদের কাছে আদর্শবান বিবেচিত হন। শ্রদ্ধার মানুষ হিসেবে বিবেচিত হন। সম্মেলনে ১৬টি শিল্পপ্রতিষ্ঠান, ১৮০টি ব্র্যান্ড এবং লিডারকে পুরস্কৃত করা হয়। এশিয়া থেকে ৩৫০ জনেরও বেশি দর্শক ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থাইল্যান্ডের সংসদ সদস্য পেটেকহোমপো কিজবুরানা, ভারত-থাইল্যান্ড চেম্বার অব কমার্সের সভাপতি রভি শেগাল, থাইল্যান্ডে নিযুক্ত মরক্কোর রাষ্ট্রদূত আবদেলিলাহ ইল হুসনিসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা। অনুষ্ঠানে ইউআরএস মিডিয়া এবং এশিয়া ওয়ান সাময়িকীর কো ফাউন্ডার রজৎ সুকাল বলেন, সারা বিশ্বেই এশিয়া ওয়ান ও ইউআরএসের একটা শক্ত অবস্থান আছে। ব্যবসা-বাণিজ্য, রাজনীতি ও সামাজিক বিভিন্ন বিষয়ে আমাদের প্রতিষ্ঠানের ভূমিকা সারা বিশ্বেই প্রশংসিত। প্রতিবছর আমরা এশিয়াস গ্রেটেস্ট ব্র্যান্ডস অ্যান্ড লিডারস ঘোষণা করছি।
শিরোনাম
- ২ ঘণ্টা পর টিকাটুলির ভবনের আগুন নিয়ন্ত্রণে
- দাঁড়িয়ে থাকা বোয়িং বিমানে আঘাত করলো লাগেজ ট্রলি
- শরীরে ‘ইসলামিক’ ট্যাটু করা কি জায়েজ
- খেলাধুলার মানোন্নয়নে ক্রীড়া সাংবাদিকতার ভূমিকা
- পর্যটনের স্বপ্ন ফাইলেই বন্দি
- স্বস্তির জয়ে ক্লাব বিশ্বকাপের শেষ আটের মঞ্চে রিয়াল
- উড্ডয়নের ৭ মিনিট পরই বিধ্বস্ত বিমান, নিহত ৬
- ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা
- ভরপেট খেলেও মোটা হবেন না, জানুন কোন খাবারগুলো নিরাপদ
- দাম কমলো ব্রডব্যান্ড ইন্টারনেটের, আজ থেকেই কার্যকর নতুন প্যাকেজ
- টিএসসিতে রিকশার ভেতরেই মিলল চালকের মরদেহ
- চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার জাকির হোসেন বরখাস্ত
- ১৯৭৩ সালের পর ডলারের সবচেয়ে বড় পতন: সংকটে যুক্তরাষ্ট্র
- প্রেমে ব্যর্থ হলে বাথরুম পরিষ্কার করেন যে অভিনেতা
- কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে জাতীয় রাজস্ব বোর্ডের নতুন নির্দেশনা
- ব্যাংক একীভূতকরণ প্রক্রিয়া শুরু
- মুস্তাফিজকে নিয়ে আলাদা পরিকল্পনা সাজাচ্ছে শ্রীলঙ্কা
- ইনসাফভিত্তিক মানবিক দেশ প্রতিষ্ঠার এখনই সময়: তারেক রহমান
- রেকর্ড রেমিট্যান্স প্রবাহে রিজার্ভ বেড়ে ৩১.৬৮ বিলিয়ন ডলার
- জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব পেল পাকিস্তান