এশিয়াস গ্রেটেস্ট ব্র্যান্ড অ্যান্ড লিডারস ২০১৯-২০ ‘করপোরেট এক্সিলেন্স’ ক্যাটাগরিতে উদীয়মান তারকা হওয়ার গৌরব অর্জন করেছেন দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের পরিচালক ইয়াশা সোবহান। গত শুক্রবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ম্যারিয়ট মারকুইস হোটেলে আয়োজিত অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ইয়াশা সোবহানকে উদীয়মান তারকার স্বীকৃতি দেয় আন্তর্জাতিক সাময়িকী এশিয়া ওয়ান। ১৩তম এশিয়ান বিজনেস অ্যান্ড সোশ্যাল ইনভেস্টর ফোরাম শিরোনামে আয়োজিত এবারের আসরে ‘এশিয়া ওয়ান গ্লোবাল এশিয়ান অব দ্য ইয়ার’ পদকে নির্বাচিত হয়েছেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান। এ বছর ১১ জন বিশেষ ব্যক্তিত্বকে ‘এশিয়া ওয়ান গ্লোবাল এশিয়ান অব দ্য ইয়ার’ পদকে ভূষিত করা হয়। যার মধ্যে বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান রয়েছেন। নিজ নিজ শিল্পপ্রতিষ্ঠান ও সমাজে বিশেষ কাজের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার দেওয়া হয়। এশিয়া ওয়ান হলো একটি আন্তর্জাতিক সাময়িকী। ইউনাইটেড রিসার্চ সার্ভিস (ইউআরএস) একটি আন্তর্জাতিক গণমাধ্যম প্রতিষ্ঠান। পত্রিকা ও টেলিভিশন দুই ক্ষেত্রেই তাদের পদচারণা। এশিয়া ও গলফ কো-অপারেশন কাউন্সিলভুক্ত (জিসিসি) দেশগুলোতে ইউআরএসের কর্মকান্ড রয়েছে। এশিয়া ওয়ান ও ইউআরএস যৌথভাবে এই অ্যাওয়ার্ড দিয়ে আসছে। ১৫ ক্যাটাগরিতে এই পুরস্কার দিয়ে আসছে এশিয়া ওয়ান ও ইউআরএস। ১৫টি ক্যাটাগরির মধ্যে অন্য যেসব ক্যাটাগরি রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো, এশিয়াস গ্রেটেস্ট ব্র্যান্ডস অ্যান্ড লিডারস, ভারতে দ্রুত বর্ধনশীল ব্র্যান্ডস অ্যান্ড লিডারস অ্যাওয়ার্ড, বাংলাদেশে দ্রুত বর্ধনশীল ব্র্যান্ডস অ্যান্ড লিডারস অ্যাওয়ার্ড। ১৫টি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয় তাদেরই যারা নিজ নিজ পেশায় অসাধারণ, ব্যতিক্রমী ও স্বতন্ত্র কাজ করে আসছেন। যেসব ব্যতিক্রমী মানুষকে নতুন প্রজন্ম অনুসরণ করে। তাদের কর্মকান্ডে তরুণ প্রজন্ম উৎসাহিত হয়। এসব সম্মানিত মানুষ অন্যদের কাছে আদর্শবান বিবেচিত হন। শ্রদ্ধার মানুষ হিসেবে বিবেচিত হন। সম্মেলনে ১৬টি শিল্পপ্রতিষ্ঠান, ১৮০টি ব্র্যান্ড এবং লিডারকে পুরস্কৃত করা হয়। এশিয়া থেকে ৩৫০ জনেরও বেশি দর্শক ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থাইল্যান্ডের সংসদ সদস্য পেটেকহোমপো কিজবুরানা, ভারত-থাইল্যান্ড চেম্বার অব কমার্সের সভাপতি রভি শেগাল, থাইল্যান্ডে নিযুক্ত মরক্কোর রাষ্ট্রদূত আবদেলিলাহ ইল হুসনিসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা। অনুষ্ঠানে ইউআরএস মিডিয়া এবং এশিয়া ওয়ান সাময়িকীর কো ফাউন্ডার রজৎ সুকাল বলেন, সারা বিশ্বেই এশিয়া ওয়ান ও ইউআরএসের একটা শক্ত অবস্থান আছে। ব্যবসা-বাণিজ্য, রাজনীতি ও সামাজিক বিভিন্ন বিষয়ে আমাদের প্রতিষ্ঠানের ভূমিকা সারা বিশ্বেই প্রশংসিত। প্রতিবছর আমরা এশিয়াস গ্রেটেস্ট ব্র্যান্ডস অ্যান্ড লিডারস ঘোষণা করছি।
শিরোনাম
- সাপের কামড়ের অ্যান্টিভেনম সব উপজেলায় পাঠানোর নির্দেশ
- বাংলাদেশের সঙ্গে ভারত উত্তেজনা চায় না: রাজনাথ সিং
- দক্ষিণ চীন সাগরে ভারতের ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র মোতায়েন করল ফিলিপাইন
- ইউরোপের একটিমাত্র দেশকে রাশিয়ার তেল কেনার সুযোগ দেবেন ট্রাম্প!
- ডায়বেটিসসহ যেসব রোগ থাকলে নাও মিলতে পারে মার্কিন ভিসা
- আমেরিকায় গরুর মাংসের দামে রেকর্ড, তদন্তের নির্দেশ ট্রাম্পের
- রাজধানীর বনানীতে গৃহবধূর আত্মহত্যা
- পারিবারিক কলহের জেরে চকবাজারে গৃহবধূর আত্মহত্যা
- ঘি খেতে চাইলে চামচ দিয়ে ভদ্রভাবে খান : ডা. সায়ন্থ
- জবির ১৫ শিক্ষার্থীকে নিয়ে বুড়িগঙ্গায় নৌকাডুবি
- মনোনয়ন না পেয়ে আম্পায়ারের ভঙ্গিতে রিভিউ আবেদন বিএনপি নেতার
- ঐতিহাসিক ৭ নভেম্বরে দেশ ও জাতির মুক্তি হয়েছিল : সেলিমুজ্জামান
- ‘স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দিতে হবে’
- আগামীর বাংলাদেশে বাংলাদেশপন্থী রাজনীতি করতে চাই : মাহদী আমিন
- শ্রীমঙ্গলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
- নওগাঁয় কর্মীসভা অনুষ্ঠিত
- নির্বাচন ঠেকাতে নানামুখী ষড়যন্ত্র চলছে : আমান
- শহীদ জিয়াই জাতির মহানায়ক: মীর হেলাল
- মনে হচ্ছে নির্বাচন বানচাল করা গণহত্যাকারীদের একমাত্র লক্ষ্য : প্রিন্স
- ঝালকাঠিতে পৃথক সড়ক দুর্ঘটনায় র্যাব সদস্যসহ নিহত ২