এশিয়াস গ্রেটেস্ট ব্র্যান্ড অ্যান্ড লিডারস ২০১৯-২০ ‘করপোরেট এক্সিলেন্স’ ক্যাটাগরিতে উদীয়মান তারকা হওয়ার গৌরব অর্জন করেছেন দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের পরিচালক ইয়াশা সোবহান। গত শুক্রবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ম্যারিয়ট মারকুইস হোটেলে আয়োজিত অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ইয়াশা সোবহানকে উদীয়মান তারকার স্বীকৃতি দেয় আন্তর্জাতিক সাময়িকী এশিয়া ওয়ান। ১৩তম এশিয়ান বিজনেস অ্যান্ড সোশ্যাল ইনভেস্টর ফোরাম শিরোনামে আয়োজিত এবারের আসরে ‘এশিয়া ওয়ান গ্লোবাল এশিয়ান অব দ্য ইয়ার’ পদকে নির্বাচিত হয়েছেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান। এ বছর ১১ জন বিশেষ ব্যক্তিত্বকে ‘এশিয়া ওয়ান গ্লোবাল এশিয়ান অব দ্য ইয়ার’ পদকে ভূষিত করা হয়। যার মধ্যে বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান রয়েছেন। নিজ নিজ শিল্পপ্রতিষ্ঠান ও সমাজে বিশেষ কাজের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার দেওয়া হয়। এশিয়া ওয়ান হলো একটি আন্তর্জাতিক সাময়িকী। ইউনাইটেড রিসার্চ সার্ভিস (ইউআরএস) একটি আন্তর্জাতিক গণমাধ্যম প্রতিষ্ঠান। পত্রিকা ও টেলিভিশন দুই ক্ষেত্রেই তাদের পদচারণা। এশিয়া ও গলফ কো-অপারেশন কাউন্সিলভুক্ত (জিসিসি) দেশগুলোতে ইউআরএসের কর্মকান্ড রয়েছে। এশিয়া ওয়ান ও ইউআরএস যৌথভাবে এই অ্যাওয়ার্ড দিয়ে আসছে। ১৫ ক্যাটাগরিতে এই পুরস্কার দিয়ে আসছে এশিয়া ওয়ান ও ইউআরএস। ১৫টি ক্যাটাগরির মধ্যে অন্য যেসব ক্যাটাগরি রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো, এশিয়াস গ্রেটেস্ট ব্র্যান্ডস অ্যান্ড লিডারস, ভারতে দ্রুত বর্ধনশীল ব্র্যান্ডস অ্যান্ড লিডারস অ্যাওয়ার্ড, বাংলাদেশে দ্রুত বর্ধনশীল ব্র্যান্ডস অ্যান্ড লিডারস অ্যাওয়ার্ড। ১৫টি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয় তাদেরই যারা নিজ নিজ পেশায় অসাধারণ, ব্যতিক্রমী ও স্বতন্ত্র কাজ করে আসছেন। যেসব ব্যতিক্রমী মানুষকে নতুন প্রজন্ম অনুসরণ করে। তাদের কর্মকান্ডে তরুণ প্রজন্ম উৎসাহিত হয়। এসব সম্মানিত মানুষ অন্যদের কাছে আদর্শবান বিবেচিত হন। শ্রদ্ধার মানুষ হিসেবে বিবেচিত হন। সম্মেলনে ১৬টি শিল্পপ্রতিষ্ঠান, ১৮০টি ব্র্যান্ড এবং লিডারকে পুরস্কৃত করা হয়। এশিয়া থেকে ৩৫০ জনেরও বেশি দর্শক ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থাইল্যান্ডের সংসদ সদস্য পেটেকহোমপো কিজবুরানা, ভারত-থাইল্যান্ড চেম্বার অব কমার্সের সভাপতি রভি শেগাল, থাইল্যান্ডে নিযুক্ত মরক্কোর রাষ্ট্রদূত আবদেলিলাহ ইল হুসনিসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা। অনুষ্ঠানে ইউআরএস মিডিয়া এবং এশিয়া ওয়ান সাময়িকীর কো ফাউন্ডার রজৎ সুকাল বলেন, সারা বিশ্বেই এশিয়া ওয়ান ও ইউআরএসের একটা শক্ত অবস্থান আছে। ব্যবসা-বাণিজ্য, রাজনীতি ও সামাজিক বিভিন্ন বিষয়ে আমাদের প্রতিষ্ঠানের ভূমিকা সারা বিশ্বেই প্রশংসিত। প্রতিবছর আমরা এশিয়াস গ্রেটেস্ট ব্র্যান্ডস অ্যান্ড লিডারস ঘোষণা করছি।
শিরোনাম
- কানাডার টরেন্টোতে বাচনিকের যুগপূর্তি উৎসব ‘বাচনিক বৈভব’
- ভারতকে আবারও পরমাণু বোমার হুঁশিয়ারি দিলেন পাকিস্তান সেনাপ্রধান
- সৌদিতে হামলা মানেই যুক্তরাষ্ট্রে হামলা: নতুন প্রতিরক্ষা চুক্তির পথে রিয়াদ
- সপ্তাহের শেষে কমতে পারে গরম, সাগরে লঘুচাপের আভাস
- প্রথম হাইপারস্পেকট্রাল স্যাটেলাইট উৎক্ষেপণ করল পাকিস্তান
- কারিনার সাথে দাম্পত্যে সুখী সাইফ, তবু অমৃতার স্মৃতিতে বারবার ফিরে যান
- হামাস নিরস্ত্র না হওয়া পর্যন্ত গাজা যুদ্ধ শেষ হবে না: নেতানিয়াহু
- আর নয় বিজ্ঞাপন, গুগল সার্চ ইঞ্জিনে যুক্ত হলো নতুন ফিচার
- তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত পাকিস্তান–আফগানিস্তান, তবে...
- বন্দরে অচলাবস্থা, কর্মবিরতিতে সিঅ্যান্ডএফ এজেন্ট ও পরিবহন মালিকরা
- শাপলা প্রতীক দেওয়া সম্ভব নয় : ইসি আনোয়ারুল
- অপারেশন সিঁদুর ছিল শুরু মাত্র, পাকিস্তানের প্রতি ইঞ্চি মাটি এখন ব্রহ্মসের আওতায়: রাজনাথ সিং
- ব্রহ্মস হুমকির উত্তরে পাকিস্তানের সেনাপ্রধানের সতর্কবার্তা
- গ্রহণযোগ্যতা হারিয়েছে বাংলাদেশি পাসপোর্ট
- আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা শিক্ষকদের
- শাহজালালে কার্গো ভিলেজে ২০ ঘণ্টা পরও ধোঁয়া উড়ছে
- রাফা ক্রসিং বন্ধ রাখার ঘোষণা নেতানিয়াহুর
- আইসিসির পক্ষপাতদুষ্ট অবস্থান নিয়ে সমালোচনা পাকিস্তানের
- ইসরায়েলের বিরুদ্ধে আট দিনে ৪৭ বার যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ
- পুঁজিবাজার : সূচকের পতনে চলছে লেনদেন
এশিয়াস গ্রেটেস্ট ব্র্যান্ডস অ্যান্ড লিডারস হলেন ইয়াশা সোবহান
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর