বাংলাদেশ রেলওয়েতে ব্যবসা পেতে বসেছেন রেলের ছয় মহারথী কর্মকর্তা-কর্মচারী। নিয়ম অনুযায়ী দরপত্রের মাধ্যমে ট্রেনগুলোতে খাদ্য বিক্রির ঠিকাদার নিয়োগ করার কথা। কিন্তু দীর্ঘদিন ধরে রেলে এ নিয়ম মানা হচ্ছে না। ঢাকা থেকে উত্তর ও দক্ষিণাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোতে ৬ কর্মকর্তা-কর্মচারীর গড়ে তোলা সিন্ডিকেট ট্রেনে খাদ্য বিক্রি করছে। আর এ সিন্ডিকেটের নিয়ন্ত্রক অতিরিক্ত মহাপরিচালক মিয়া জাহান। অথচ রেলের খাতে গত এক বছরে কোনো টাকা জমা হয়নি। দরপত্র ছাড়াই ইচ্ছামতো লোক নিয়োগের মাধ্যমে তারা এ ব্যবসা চালিয়ে যাচ্ছেন। যাত্রীদের কাছে খাদ্য বিক্রি করে যে লাভ হয়, তা ভাগবাটোয়ারা করে নেন তারা। অনুসন্ধানে জানা গেছে, এ সিন্ডিকেটের সদস্যরা হলেন রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপরারেশন) মিয়া জাহান, উপ-পরিচালক (পরিবহন) কালিকান্ত ঘোষ, সহকারী চিফ কমার্শিয়াল ম্যানেজার আবদুল জাব্বার, গ্যাস্টেটনার মেশিন অপারেটর হুমায়ুন কবীর, অভিযোগ পরিদর্শক আলাউল কাইসার ও সিট ক্লেম পরিদর্শক (পূর্ব) মোমিনুল ইসলাম। পশ্চিমাঞ্চলে যেসব ট্রেন চলাচল করে সেগুলোতে খাদ্য সরবরাহের এ সিন্ডিকেট গড়ে তুলেছেন তারা। ট্রেনগুলো হলো চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা লাইনের বনলতা এক্সপ্রেস, বেনাপোল-ঢাকা বেনাপোল এক্সপ্রেস, ঢাকা-কুড়িগ্রাম লাইনের কুড়িগ্রাম এক্সপ্রেস, ঢাকা-পঞ্চগড় লাইনের পঞ্চগড় এক্সপ্রেস। নিয়ম অনুযায়ী খাদ্য বিক্রির টাকা রেলের কোষাগারে জমা হওয়ার কথা। সেটিও জমা দেন না খাদ্য সরবরাহকারী ও বিক্রেতারা। পশ্চিমাঞ্চল রেলের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা জামশেদ মিনহাজ রহমান জানান, তিনি খাদ্য বিক্রি বাবদ সরকারি কোষাগারে কোনো টাকা জমা হওয়ার কথা জানেন না। তবে ওই কর্মকর্তারা এ ব্যবসার সঙ্গে জড়িত কি না তা অনুসন্ধান করে দেখা হবে। তবে দরপত্র ডেকে ঠিকাদারের মাধ্যমে খাদ্য সরবরাহের কাজটি হওয়া উচিত বলে তিনি মনে করেন। এ ব্যাপারে বক্তব্যের জন্য ওই কর্মকর্তাদের প্রত্যেককে ফোন করা হলেও তারা ফোন ধরেননি। এমনকি খুদে বার্তা পাঠালেও তারা কোনো উত্তর দেননি।৭
শিরোনাম
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৯ জুলাই)
- বৈষম্য সংস্কৃতির শত্রু দারিদ্র্যও
- নিউজিল্যান্ডের কাছে পাত্তাই পেল না জিম্বাবুয়ে
- সেন্টমার্টিনে এক লাখ ৪০ ইয়াবাসহ গ্রেফতার ১৭
- এনসিপির ‘মার্চ টু গোপালগঞ্জ’ খতিয়ে দেখা দরকার : এ্যানি
- ১৩ হাজার রানের মাইলফলক স্পর্শ বাটলারের
- মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা দ্রুত গেজেট আকারে প্রকাশ করা হবে : ধর্ম উপদেষ্টা
- উলভসের হল অব ফেমে জায়গা পেলেন জটা
- চূড়ান্ত সংগ্রামের ঘোষণা দিয়েছিলেন তারেক রহমান : রিজভী
- শ্রোতাদের জন্য হাবিবের নতুন গান ‘দিলানা’
- কোটি মানুষের একটাই দাবি—ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া : মঈন খান
- পঞ্চগড়ে বিএনপির মৌন মিছিল
- ইন্টারনেট শাটডাউন রোধে আসছে আইন : ফয়েজ আহমদ
- কাপ্তাই হ্রদের উন্নয়নে দুই উপদেষ্টার মতবিনিময়
- সরকারের কোলে একদল, কাঁধে আরেক দল : মির্জা আব্বাস
- চলতি মাসে জুলাই সনদ না হলে দায় সরকার আর ঐকমত্য কমিশনের : সালাহউদ্দিন
- সুনামগঞ্জে পানিতে ডুবে ৩ জনের মৃত্যু
- মার্কিন কূটনীতিকদের বিদেশি নির্বাচন নিয়ে মতামত না দিতে নির্দেশ
- বাফুফের ফুটসাল ট্রায়াল শুরু রবিবার
- গোপালগঞ্জে কারফিউয়ের সময় আরও বাড়ল