বাংলাদেশ রেলওয়েতে ব্যবসা পেতে বসেছেন রেলের ছয় মহারথী কর্মকর্তা-কর্মচারী। নিয়ম অনুযায়ী দরপত্রের মাধ্যমে ট্রেনগুলোতে খাদ্য বিক্রির ঠিকাদার নিয়োগ করার কথা। কিন্তু দীর্ঘদিন ধরে রেলে এ নিয়ম মানা হচ্ছে না। ঢাকা থেকে উত্তর ও দক্ষিণাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোতে ৬ কর্মকর্তা-কর্মচারীর গড়ে তোলা সিন্ডিকেট ট্রেনে খাদ্য বিক্রি করছে। আর এ সিন্ডিকেটের নিয়ন্ত্রক অতিরিক্ত মহাপরিচালক মিয়া জাহান। অথচ রেলের খাতে গত এক বছরে কোনো টাকা জমা হয়নি। দরপত্র ছাড়াই ইচ্ছামতো লোক নিয়োগের মাধ্যমে তারা এ ব্যবসা চালিয়ে যাচ্ছেন। যাত্রীদের কাছে খাদ্য বিক্রি করে যে লাভ হয়, তা ভাগবাটোয়ারা করে নেন তারা। অনুসন্ধানে জানা গেছে, এ সিন্ডিকেটের সদস্যরা হলেন রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপরারেশন) মিয়া জাহান, উপ-পরিচালক (পরিবহন) কালিকান্ত ঘোষ, সহকারী চিফ কমার্শিয়াল ম্যানেজার আবদুল জাব্বার, গ্যাস্টেটনার মেশিন অপারেটর হুমায়ুন কবীর, অভিযোগ পরিদর্শক আলাউল কাইসার ও সিট ক্লেম পরিদর্শক (পূর্ব) মোমিনুল ইসলাম। পশ্চিমাঞ্চলে যেসব ট্রেন চলাচল করে সেগুলোতে খাদ্য সরবরাহের এ সিন্ডিকেট গড়ে তুলেছেন তারা। ট্রেনগুলো হলো চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা লাইনের বনলতা এক্সপ্রেস, বেনাপোল-ঢাকা বেনাপোল এক্সপ্রেস, ঢাকা-কুড়িগ্রাম লাইনের কুড়িগ্রাম এক্সপ্রেস, ঢাকা-পঞ্চগড় লাইনের পঞ্চগড় এক্সপ্রেস। নিয়ম অনুযায়ী খাদ্য বিক্রির টাকা রেলের কোষাগারে জমা হওয়ার কথা। সেটিও জমা দেন না খাদ্য সরবরাহকারী ও বিক্রেতারা। পশ্চিমাঞ্চল রেলের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা জামশেদ মিনহাজ রহমান জানান, তিনি খাদ্য বিক্রি বাবদ সরকারি কোষাগারে কোনো টাকা জমা হওয়ার কথা জানেন না। তবে ওই কর্মকর্তারা এ ব্যবসার সঙ্গে জড়িত কি না তা অনুসন্ধান করে দেখা হবে। তবে দরপত্র ডেকে ঠিকাদারের মাধ্যমে খাদ্য সরবরাহের কাজটি হওয়া উচিত বলে তিনি মনে করেন। এ ব্যাপারে বক্তব্যের জন্য ওই কর্মকর্তাদের প্রত্যেককে ফোন করা হলেও তারা ফোন ধরেননি। এমনকি খুদে বার্তা পাঠালেও তারা কোনো উত্তর দেননি।৭
শিরোনাম
- বুয়েটের ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ
- গুম প্রতিরোধে শুধু আইনগত নয়, প্রয়োজন প্রাতিষ্ঠানিক সংস্কার : আসিফ নজরুল
- বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুলিশ কনস্টেবলের মৃত্যু
- পাইপ বোরিং করতে গিয়ে বের হচ্ছে গ্যাস, রান্না করছেন অনেকে
- বাসে ছিল ২৩৪টি স্মার্টফোন, ২০ জনের প্রাণহানিতে থাকতে পারে ব্যাটারি বিস্ফোরণের প্রভাব
- নভেম্বরের মধ্যে গণভোট করে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে : মামুনুল হক
- ‘৩১ দফা নারীর ক্ষমতায়ন ও সমান অধিকার নিশ্চিত করার এক নতুন অঙ্গীকার’
- জাতীয় চিড়িয়াখানায় আসছে নতুন প্রাণী : প্রাণিসম্পদ উপদেষ্টা
- ধর্মীয় মূল্যবোধ পরিপন্থী সব সিদ্ধান্ত বাতিলের দাবিতে জাতীয় সেমিনার
- রংপুর চিড়িয়াখানায় মিনি ট্রেনের চাপায় শিশুর মৃত্যু
- জায়মা রহমানের জন্মদিনে বগুড়ায় দোয়া মাহফিল ও ফ্রি মেডিকেল ক্যাম্প
- মুক্তিযোদ্ধা ওয়ারিশদের তথ্য এমআইএস সফটওয়্যারে সংরক্ষণের নির্দেশ
- দেশের সব ক্রান্তিকালে জিয়া পরিবার হাল ধরেছে : আমান
- কুড়িগ্রামে অভিযানে যাওয়া পুলিশের ওপর হামলা, আহত ৬
- দেশের উন্নতি চাইলে দুর্নীতিকে না বলুন : মাসুদ সাঈদী
- ভালুকায় বিএনপির আনন্দ মিছিল
- ফেসবুক পোস্টে বিচ্ছেদের গুঞ্জন, পূর্ণিমা জানালেন সত্যিটা কী
- এনভিডিয়া-অ্যাপলকে ছাড়িয়ে গেল অনলিফ্যানস
- মানুষ এবার ভোট দিতে পারবে: ইলিয়াসপত্নী লুনা
- ‘খেলাধুলা জাতিকে শৃঙ্খলাবদ্ধ ও দায়িত্বশীল করে তোলে’
খাদ্য ব্যবসায় রেলের ছয় মহারথী
লাভের টাকা ভাগবাটোয়ারা
কাজী শাহেদ, রাজশাহী
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর