বাংলাদেশ রেলওয়েতে ব্যবসা পেতে বসেছেন রেলের ছয় মহারথী কর্মকর্তা-কর্মচারী। নিয়ম অনুযায়ী দরপত্রের মাধ্যমে ট্রেনগুলোতে খাদ্য বিক্রির ঠিকাদার নিয়োগ করার কথা। কিন্তু দীর্ঘদিন ধরে রেলে এ নিয়ম মানা হচ্ছে না। ঢাকা থেকে উত্তর ও দক্ষিণাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোতে ৬ কর্মকর্তা-কর্মচারীর গড়ে তোলা সিন্ডিকেট ট্রেনে খাদ্য বিক্রি করছে। আর এ সিন্ডিকেটের নিয়ন্ত্রক অতিরিক্ত মহাপরিচালক মিয়া জাহান। অথচ রেলের খাতে গত এক বছরে কোনো টাকা জমা হয়নি। দরপত্র ছাড়াই ইচ্ছামতো লোক নিয়োগের মাধ্যমে তারা এ ব্যবসা চালিয়ে যাচ্ছেন। যাত্রীদের কাছে খাদ্য বিক্রি করে যে লাভ হয়, তা ভাগবাটোয়ারা করে নেন তারা। অনুসন্ধানে জানা গেছে, এ সিন্ডিকেটের সদস্যরা হলেন রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপরারেশন) মিয়া জাহান, উপ-পরিচালক (পরিবহন) কালিকান্ত ঘোষ, সহকারী চিফ কমার্শিয়াল ম্যানেজার আবদুল জাব্বার, গ্যাস্টেটনার মেশিন অপারেটর হুমায়ুন কবীর, অভিযোগ পরিদর্শক আলাউল কাইসার ও সিট ক্লেম পরিদর্শক (পূর্ব) মোমিনুল ইসলাম। পশ্চিমাঞ্চলে যেসব ট্রেন চলাচল করে সেগুলোতে খাদ্য সরবরাহের এ সিন্ডিকেট গড়ে তুলেছেন তারা। ট্রেনগুলো হলো চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা লাইনের বনলতা এক্সপ্রেস, বেনাপোল-ঢাকা বেনাপোল এক্সপ্রেস, ঢাকা-কুড়িগ্রাম লাইনের কুড়িগ্রাম এক্সপ্রেস, ঢাকা-পঞ্চগড় লাইনের পঞ্চগড় এক্সপ্রেস। নিয়ম অনুযায়ী খাদ্য বিক্রির টাকা রেলের কোষাগারে জমা হওয়ার কথা। সেটিও জমা দেন না খাদ্য সরবরাহকারী ও বিক্রেতারা। পশ্চিমাঞ্চল রেলের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা জামশেদ মিনহাজ রহমান জানান, তিনি খাদ্য বিক্রি বাবদ সরকারি কোষাগারে কোনো টাকা জমা হওয়ার কথা জানেন না। তবে ওই কর্মকর্তারা এ ব্যবসার সঙ্গে জড়িত কি না তা অনুসন্ধান করে দেখা হবে। তবে দরপত্র ডেকে ঠিকাদারের মাধ্যমে খাদ্য সরবরাহের কাজটি হওয়া উচিত বলে তিনি মনে করেন। এ ব্যাপারে বক্তব্যের জন্য ওই কর্মকর্তাদের প্রত্যেককে ফোন করা হলেও তারা ফোন ধরেননি। এমনকি খুদে বার্তা পাঠালেও তারা কোনো উত্তর দেননি।৭
শিরোনাম
- আমরা জুলাই সনদ ও ঘোষণাপত্র আদায় করে ছাড়ব : নাহিদ
- বাংলাদেশের সর্বস্তরের মানুষের দাবি ইসলামপন্থীদের ঐক্য : মাসুদ সাঈদী
- চীনকে উড়িয়ে টানা তৃতীয় জয়ে শীর্ষে বাংলাদেশ
- নান্দাইলে বজ্রপাতে পিতা-পুত্রের করুণ মৃত্যু
- বিএনপি নির্বাচিত হলে প্রতিটি ঘরে ফ্যামিলি কার্ড দেওয়া হবে : টুকু
- রাজনীতি হবে দেশের স্বার্থে, জনমানুষের স্বার্থে : আখতার হোসেন
- বন্ধুত্ব থেকে প্রেমের সফল পরিণতি
- ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা
- ইরানে আফগানদের গণবহিষ্কার, ছাড়তে না পারলে গ্রেফতার
- ভেজাল টক দই যেভাবে চিনবেন
- গাজায় চলছে যুদ্ধ, তেলআবিবে ক্ষোভ ও প্রতিবাদ
- হাসারাঙ্গার বিশ্বরেকর্ড
- হাসিনাসহ ১০০ জনকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশ
- চুয়াডাঙ্গায় স্বাস্থ্য সহকারী নিয়োগে অনিয়মের অভিযোগ
- জলমহালের একমাত্র অধিকার প্রকৃত মৎস্যজীবীদের: ফরিদা আখতার
- ১০ম গ্রেডে উন্নীত হচ্ছেন প্রাথমিকের ৩০ হাজার প্রধান শিক্ষক
- ডেঙ্গু আক্রান্ত আরও ৩১৭ জন হাসপাতালে ভর্তি
- দেশে ২৪ ঘণ্টায় তিনজনের করোনা শনাক্ত
- ধর্ষণের শিকার হয়ে বিষ পান করা সেই কিশোরীকে বাঁচানো গেল না
- আমরা আশা করি একটা ঐকমত্যে পৌঁছাতে পারব : সালাহউদ্দিন
খাদ্য ব্যবসায় রেলের ছয় মহারথী
লাভের টাকা ভাগবাটোয়ারা
কাজী শাহেদ, রাজশাহী
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর