চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থী নিয়ে নানা অভিযোগ ও বিতর্ক উঠেছে তৃণমূলে। দলের মনোনয়ন পেতে বোর্ডে তথ্য গোপন, ফুটপাথ দখল করে দোকান নির্মাণ, এলাকায় আধিপত্য বিস্তার, অবৈধ জুট ব্যবসা, ধর্ষণ মামলার আসামি, সন্ত্রাস কর্মকান্ডসহ নানা অভিযোগ কাউন্সিলর প্রার্থীদের বিরুদ্ধে। এসব নিয়ে বেশ কয়েকটি ওয়ার্ডের শীর্ষ পর্যায়ের নেতাদের উদ্যোগে কাউন্সিলর প্রার্থিতা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলনও করেছেন তৃণমূল নেতারা। এসব অভিযোগেই ক্ষোভে ফুঁসছেন নগরসহ ওয়ার্ড আওয়ামী লীগের নেতারা। বিষয়গুলো চিহ্নিত করার জন্য তদন্তপূর্বক প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণও করছেন তারা। বক্সির হাট ওয়ার্ডে হাজী নুরুল হক, চকবাজার ওয়ার্ডের সাঈয়েদ গোলাম হায়দার মিন্টু, জিয়াউল হক সুমন, পতেঙ্গার ছালেম আহমেদ চৌধুরী, পাহাড়তলী ওয়ার্ডের ওয়াসিম উদ্দিন, জামাল খান ওয়ার্ডের শৈবাল দাশ সুমনসহ আরও বেশ কজনের বিরুদ্ধেও তথ্য গোপনসহ নানাবিধ অভিযোগ উঠেছে তৃণমূল নেতাদের মধ্যে। দলীয় ও নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, নগরের ৩৫ বক্সিরহাট ওয়ার্ডে এবার কাউন্সিলর পদে দলের মনোনয়ন পেয়েছেন হাজী নুরুল হক। এ মনোনয়ন নিয়েই রয়েছে নানা গুঞ্জন ও সমালোচনা। এটি নিয়ে অনেক আওয়ামী লীগ নেতা বলছেন, মিথ্যা তথ্য ও জালিয়াতির মাধ্যমে মনোনয়ন নিয়েছেন। নুরুল হকের ভাই হাজী নুরুল আক্তার মহানগর বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক বলেও নিশ্চিত করেছেন বিএনপি নেতারা। এসব বিষয়ে ৩৫ নম্বর বক্সিরহাট ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফয়েজ উল্লাহ বাহাদুর প্রধানমন্ত্রী বরাবর অভিযোগও পাঠিয়েছেন। তৃণমূলের একাধিক নেতা বলেন, এবার দলের মনোনয়ন পেয়েছেন এমন কাউন্সিলর প্রার্থীর মধ্যে অনেকেই রয়েছেন অযোগ্য, বিতর্কিত এবং এলাকায় নানা কারণে প্রশ্নবিদ্ধ। এদের চিহ্নিত করে দলের ত্যাগী ও যোগ্য যেই হোক, তাদের মনোনয়ন দেওয়ার জন্য নেত্রীর প্রতি আকুল আবেদন জানান তারা।
শিরোনাম
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল প্রকাশ
- বিমানবন্দর এলাকার দুই জায়গায় ককটেল বিস্ফোরণ
- বাসে আগুন দিয়ে করছিলেন ভিডিও, ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যু
- ইমাম প্রশিক্ষণে সৌদি সরকারের সহায়তার আশ্বাস
- শাকসু নির্বাচন বানচালের অভিযোগে প্রশাসনিক ভবনে তালা
- নওগাঁয় বিএনপিতে যোগ দিল আরও ৭ শতাধিক সনাতন ধর্মাবলম্বী পরিবার
- প্রশাসন নিশ্চুপ থাকলে বিপদ আরও বাড়বে : গয়েশ্বর
- নতুন দুই দূতাবাস স্থাপনের প্রস্তাব অনুমোদন
- চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের
- আরও ২৩ জেলায় নতুন ডিসি, চার বিভাগে কমিশনার
- ব্যাচেলর পয়েন্টের নতুন চমক স্পর্শিয়া
- শেষ মুহূর্তে গোল হজমে জেতা ম্যাচ ড্র করলো বাংলাদেশ
- সাজা শেষে ৭২ প্রবাসীকে দেশে পাঠাল মালয়েশিয়াস্থ হাইকমিশন
- উচ্চকক্ষে পিআর, সংসদের প্রথম ১৮০ দিনে সংবিধান সংশোধন
- আনুষ্ঠানিকভাবে জানানোর পর গণভোট বিষয়ে সিদ্ধান্ত : সিইসি
- সাঈদ খোকন ও তার বোনের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন
- ‘নির্বাচনের দিন গণভোটের ঘোষণায় আওয়ামী লীগের পুনর্বাসনের পথ রুদ্ধ’
- ২৩ নভেম্বর বিপিএলের নিলাম
- মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী ডিকেবিএ’র ওপর মার্কিন নিষেধাজ্ঞা
- ঢাকা ওয়াসার এমডি হলেন আব্দুস সালাম ব্যাপারী