শনিবার, ২৯ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

শ্রিংলা আসছেন কাল

কূটনৈতিক প্রতিবেদক

শ্রিংলা আসছেন কাল

দুই দিনের সফরে আগামীকাল ঢাকা আসছেন ভারতের নবনিযুক্ত পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা। বাংলাদেশে সফলতার সঙ্গে হাইকমিশনারের দায়িত্ব পালন শেষে ওয়াশিংটনে দায়িত্ব পালন করে দিল্লিতে বিদেশ সচিবের দায়িত্ব পাওয়ার পর এই প্রথম ঢাকা আসছেন পেশাদার কূটনীতিক শ্রিংলা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরসূচি চূড়ান্ত হবে তার এ সফরে। সফরকালে বাংলাদেশে নবনিযুক্ত পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক ছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন হর্ষবর্ধন শ্রিংলা। ২ মার্চ ওই সাক্ষাৎ-বৈঠকগুলো হবে বলে জানা গেছে। একই দিন ‘বাংলাদেশ ও ভারত : একটি প্রতিশ্রতিবদ্ধ ভবিষ্যৎ’ শীর্ষক সেমিনারেও যোগ দেবেন তিনি।

জানা যায়, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বছরব্যাপী কর্মসূচির সূচনা হবে ১৭ মার্চ। এদিন প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করতে পারেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ উপলক্ষে ১৬ মার্চ ঢাকা আসতে পারেন তিনি। ইতিমধ্যেই বিভিন্ন পর্যায়ে এ বিষয়ে আলোচনা হয়েছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. সুব্রামানিয়াম জয়শঙ্করের সঙ্গে গত শুক্রবার দিল্লিতে বৈঠক করেছেন দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইমরান। সেখানেও সফর প্রস্তুতির খুঁটিনাটি নিয়ে আলোচনা হয়।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর