শিরোনাম
শনিবার, ৭ মার্চ, ২০২০ ০০:০০ টা

সরকারের সদিচ্ছা ছাড়া খালেদার মুক্তি সম্ভব নয় : মওদুদ

নিজস্ব প্রতিবেদক

সরকারের সদিচ্ছা ব্যতীত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিনে মুক্তি কোনোদিন হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি বলেন, ‘পিরোজপুরের ঘটনার পর কারও মনে বিন্দুমাত্র সন্দেহ থাকা উচিত নয় যে, সরকারের সদিচ্ছা ব্যতীত বেগম খালেদা জিয়ার মুক্তি জামিনে কোনোদিন হবে না। সরকার যদি ইচ্ছা করে আদালত তাকে জামিন দেবে।

কারণ, আদালত ও বিচারকের স্বাধীনতা নেই। সবই সরকারের ইচ্ছায় চলে। পিরোজপুরের এই ঘটনা দেখে মানুষের মনে দৃঢ় বিশ্বাস জন্মেছে, বেগম খালেদা জিয়ার জামিন এই সরকারের আমলে তাদের ইচ্ছা ছাড়া কোনোদিন হবে না। গতকাল সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর লেখা ‘সময়ের স্বরলিপি’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. এমাজউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, রুহুল কবির রিজভী, সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, চিত্রনায়ক আশরাফ উদ্দিন উজ্জল, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর