মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২০ ০০:০০ টা
ট্রাফিক পুলিশ বক্সে বোমা

রহস্য উন্মোচনে অন্ধকারে পুলিশ

মুহাম্মদ সেলিম, চট্টগ্রাম

চট্টগ্রামে ট্রাফিক পুলিশ বক্সে বোমা হামলার প্রায় এক মাস পার হলেও এর কিনারা করতে পারেনি চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)। এমনকি আটক করতে পারেনি সংশ্লিষ্ট কাউকে। মামলার তদন্তকারী সংস্থা সিএমপির কাউন্টার টেররিজম ইউনিট (সিটিইউ) ঘটনার পরপর সন্দেহভাজন একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নজরদারি করলেও পায়নি ক্লু। তাই প্রায় এক মাস ধরে অন্ধকারে থাকতে হয়েছে তাদের। সিএমপি কমিশনার মাহাবুবর রহমান বলেন, ‘পুলিশ বক্সে হামলার ঘটনা গুরুত্বসহকারে তদন্ত করলেও এখনো বলার মতো কোনো তথ্য নেই আমাদের হাতে। আমরা চেষ্টা করছি দ্রুততার সঙ্গে জড়িতদের গ্রেফতারের।’

সিএমপির সিটিইউর উপকমিশনার হাসান মো. শওকত আলী বলেন, ‘কয়েকটা বিষয় সামনে রেখে এ হামলার তদন্ত করছি। আশা করি অল্প সময়ের মধ্যে ভালো কোনো খবর দিতে পারব।’

মামলার তদন্তসংশ্লিষ্ট একাধিক সূত্র জানান, ট্রাফিক পুলিশ বক্সে বোমা হামলার পর দায় স্বীকার করে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামী স্টেট (আইএস)। কিন্তু সে দাবি প্রত্যাখ্যান করে নব্য জেএমবির দিকেই আঙ্গুল তুলেছে পুলিশ। তাদের ধারণা, ছাত্রশিবিরের সাবেক ক্যাডার ও হরকাতুল জিহাদের পলাতক জঙ্গিরা এ ঘটনায় সম্পৃক্ত থাকতে পারে। তাই তাদের হন্যে হয়ে খোঁজা হচ্ছে। এ ছাড়া ঘটনার পর থেকেই পুলিশ বক্সে জটলা সৃষ্টিকারী এবং এক ‘ভবঘুরে’কে খুঁজছে পুলিশ। ঘটনার পর থেকেই পলাতক রয়েছে রহস্যময় এক ‘ভবঘুরে’। তদন্তসংশ্লিদের ধারণা, জটলা সৃষ্টিকারী ও ভবঘুরেকে আটক করা গেলেই উন্মোচন হবে এ ঘটনার রহস্য।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর