শনিবার, ২৮ মার্চ, ২০২০ ০০:০০ টা

বরিশালে ওষুধের সংকট

স্যানিটাইজার উধাও

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

করোনার প্রভাবে বরিশালের ফার্মেসিতে প্যারাসিটামল, অ্যান্টিহিস্টামিন, অ্যান্টিম্যালেরিয়াল, ভিটামিন-সি এবং অ্যাজিথ্রোমাইসিন জাতীয় ওষুধের সংকট দেখা দিয়েছে। ওষুধের দোকান থেকে হঠাৎ করেই মাস্ক, গ্লাভস ও হ্যান্ড স্যানিটাইজারও উধাও হয়ে গেছে। ফার্মেসি মালিকরা জানান, গত ৫ দিনে প্যারাসিটামল, অ্যান্টিহিস্টামিন, অ্যান্টিম্যালেরিয়াল, ভিটামিন সি ট্যাবলেট ও অ্যাজিথ্রোমাইসিন জাতীয় ওষুধের বিক্রি কয়েকগুণ বেড়েছে। কিন্তু চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় ওসব ওষুধের সংকট দেখা দিয়েছে। অন্যদিকে নগরীর অধিকাংশ ফার্মেসিতে মাস্ক, গ্লাভস ও হ্যান্ড স্যানিটাইজার নেই। দোকানিদের কাছে এসব সামগ্রী থাকলেও সবার কাছে বিক্রি করছেন না। সুযোগ বুঝে অতিরিক্ত মূল্যে বিক্রি করছেন তারা। ফার্মেসি মালিকদের দাবি দেশে করোনা আক্রান্ত রোগী শনাক্তের পর হ্যান্ড স্যানিটাইজার বিক্রি বেড়ে যায়। প্রশাসনের কর্মকর্তারা গাড়ি ভর্তি করে হ্যান্ড স্যানিটাইজার কিনে নিয়ে যাচ্ছেন। এর পরও তাদের চাহিদা মেটানো যাচ্ছে না। তারা আরও হ্যান্ড স্যানিটাইজার চাচ্ছেন।নগরীর রূপাতলী হাউজিং এলাকার বাসিন্দা নাসির উদ্দিন তার পরিবারের ৫ সদস্যের জন্য একটি ফার্মেসি থেকে জ্বরের জন্য ১০ পাতা নাপা, সর্দির জন্য ১০ পাতা এলাট্রল ও কাশির জন্য ৩ বোতল সিরাপ কিনেছেন। সেনাবাহিনী নামলে রাস্তায় বের হওয়া বন্ধ হয়ে যেতে পারে আশঙ্কায় আগেই প্রয়োজনীয় ওষুধ কিনে রেখেছেন তিনি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর