সাবেক ভূমিমন্ত্রী বর্ষীয়ান রাজনীতিক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর পাবনা-৪ আসনের এমপি শামসুর রহমান শরীফ ডিলু (৮১) আর নেই। গতকাল ভোররাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বার্ধক্যজনিত নানা জটিলতায় ১১ মার্চ থেকে হাসপাতালে ভর্তি ছিলেন এই ভাষাসৈনিক। বিকালে পাবনায় পৃথক দুই দফা নামাজে জানাজা শেষে নিজ গ্রাম লক্ষীকুন্ডায় রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে দাফন করা হয়। তিনি স্ত্রী, চার ছেলে ও পাঁচ মেয়ে রেখে গেছেন। ২০০৪ সাল থেকে আমৃত্যু পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন এই বীর মুক্তিযোদ্ধা। জাতীয় সংসদের আটঘরিয়া-ঈশ্বরদী আসন থেকে টানা পাঁচবার প্রতিনিধিত্ব করা এই রাজনীতিবিদের মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ মন্ত্রিসভার সদস্য এবং আওয়ামী লীগের নেতা-কর্মীরা শোক জানান। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কৈশোরেই রাজনীতিতে হাতেখড়ি শামসুর রহমান ডিলু পঞ্চম শ্রেণিতে পড়া অবস্থায় ভাষা আন্দোলনের মিছিলে যোগ দিয়ে গ্রেফতার হয়েছিলেন। আইয়ুব খানের মার্শাল ল-বিরোধী আন্দোলন, হামিদুর রহমান শিক্ষা কমিশনবিরোধী আন্দোলন, ছয় দফা আন্দোলন এবং ঊনসত্তরের গণঅভ্যুত্থানেও সক্রিয় ছিলেন তিনি। এ কারণে কয়েক দফা জেলে যেতে হয় তাকে। একাত্তরে ৭ নম্বর সেক্টর থেকে মুক্তিযুদ্ধে অংশ নেন শামসুর রহমান ডিলু। লক্ষীকুন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালনের পর তিনি ১৯৯৬ সালে আওয়ামী লীগের মনোনয়নে পাবনা-৪ আসন থেকে প্রথমবার এমপি নির্বাচিত হন। এরপর প্রতিটি সংসদ নির্বাচনেই তিনি বিজয়ী হয়েছেন। ২০১৪ সালে আওয়ামী লীগ টানা দ্বিতীয় মেয়াদে ক্ষমতাসীন হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাবনার এই এমপিকে ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব দেন। ’৭৫ সালে বঙ্গবন্ধু সপরিবারে নিহত হওয়ার পর দীর্ঘদিন জেলে থাকতে হয়েছে তাঁকে। জেল খেটেছেন সামরিক শাসক এইচ এম এরশাদের আমলেও।
শিরোনাম
- রাতে সেমিফাইনালে মুখোমুখি রিয়াল মাদ্রিদ ও পিএসজি
- নতুন মামলায় আনিসুল-সালমান-আমুসহ গ্রেফতার ৯
- এখন আর শেখ হাসিনার পালানোর পথ নেই : প্রেস সচিব
- টানা বৃষ্টিপাত চলবে আরও কয়েকদিন, জানাল আবহাওয়া অধিদপ্তর
- কক্সবাজার সৈকতে ভেসে এলো চবির আরেক শিক্ষার্থীর লাশ
- ইউক্রেনের ড্রোন হামলায় রুশ ন্যাশনাল গার্ডের সদসসহ নিহত ৩
- চীন-ভারতসহ ব্রিকস সদস্যদের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের হুমকি
- এনবিআর চেয়ারম্যানের কাছে ক্ষমা চেয়েছেন দুই শতাধিক কর্মকর্তা-কর্মচারী
- আফ্রিকা-জিম্বাবুয়ের সঙ্গে যুবাদের ত্রিদেশীয় সিরিজের সূচি ঘোষণা
- গণমাধ্যমকে হুমকি বন্ধে হস্তক্ষেপ কামনা মার্কিন কংগ্রেসের
- বৃষ্টিতে মোংলা পৌর এলাকায় জলাবদ্ধতা, জনজীবন বিপর্যস্ত
- ভিন্নমত দমনের বিরুদ্ধে বিএনপি নেতারা
- রাজধানীতে দুই বাসের মাঝে চাপা পড়ে একজন নিহত
- একজনের নামে সর্বোচ্চ ১০ সিম, কার্যকর ১৫ আগস্ট থেকে
- চীনে সীসা বিষক্রিয়ায় অসুস্থ ২৩৩ শিশু
- দেশজুড়ে পুলিশি অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ১৬০৭
- পেদ্রোর জোড়া গোলে ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসি
- ২৪ ঘণ্টায় ঢাকায় ৪৫ মিলিমিটার বৃষ্টি, আজও বৃষ্টির আভাস
- অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ফেরার তাড়া নেই ডেভিডের
- ফেনীতে বন্যা পরিস্থিতির অবনতি, আশ্রয়কেন্দ্রে ছুটছে ক্ষতিগ্রস্ত পরিবার
সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান ডিলুর ইন্তেকাল
নিজস্ব প্রতিবেদক ও পাবনা প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর