সাবেক ভূমিমন্ত্রী বর্ষীয়ান রাজনীতিক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর পাবনা-৪ আসনের এমপি শামসুর রহমান শরীফ ডিলু (৮১) আর নেই। গতকাল ভোররাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বার্ধক্যজনিত নানা জটিলতায় ১১ মার্চ থেকে হাসপাতালে ভর্তি ছিলেন এই ভাষাসৈনিক। বিকালে পাবনায় পৃথক দুই দফা নামাজে জানাজা শেষে নিজ গ্রাম লক্ষীকুন্ডায় রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে দাফন করা হয়। তিনি স্ত্রী, চার ছেলে ও পাঁচ মেয়ে রেখে গেছেন। ২০০৪ সাল থেকে আমৃত্যু পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন এই বীর মুক্তিযোদ্ধা। জাতীয় সংসদের আটঘরিয়া-ঈশ্বরদী আসন থেকে টানা পাঁচবার প্রতিনিধিত্ব করা এই রাজনীতিবিদের মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ মন্ত্রিসভার সদস্য এবং আওয়ামী লীগের নেতা-কর্মীরা শোক জানান। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কৈশোরেই রাজনীতিতে হাতেখড়ি শামসুর রহমান ডিলু পঞ্চম শ্রেণিতে পড়া অবস্থায় ভাষা আন্দোলনের মিছিলে যোগ দিয়ে গ্রেফতার হয়েছিলেন। আইয়ুব খানের মার্শাল ল-বিরোধী আন্দোলন, হামিদুর রহমান শিক্ষা কমিশনবিরোধী আন্দোলন, ছয় দফা আন্দোলন এবং ঊনসত্তরের গণঅভ্যুত্থানেও সক্রিয় ছিলেন তিনি। এ কারণে কয়েক দফা জেলে যেতে হয় তাকে। একাত্তরে ৭ নম্বর সেক্টর থেকে মুক্তিযুদ্ধে অংশ নেন শামসুর রহমান ডিলু। লক্ষীকুন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালনের পর তিনি ১৯৯৬ সালে আওয়ামী লীগের মনোনয়নে পাবনা-৪ আসন থেকে প্রথমবার এমপি নির্বাচিত হন। এরপর প্রতিটি সংসদ নির্বাচনেই তিনি বিজয়ী হয়েছেন। ২০১৪ সালে আওয়ামী লীগ টানা দ্বিতীয় মেয়াদে ক্ষমতাসীন হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাবনার এই এমপিকে ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব দেন। ’৭৫ সালে বঙ্গবন্ধু সপরিবারে নিহত হওয়ার পর দীর্ঘদিন জেলে থাকতে হয়েছে তাঁকে। জেল খেটেছেন সামরিক শাসক এইচ এম এরশাদের আমলেও।
শিরোনাম
- ‘হাসিনার রায়ের মাধ্যমে ফ্যাসিবাদের কবর রচিত হয়েছে’
- শেকৃবিতে পুনর্জন্ম কৃষি নিয়ে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত
- মাটিরাঙ্গায় ইমাম–ওলামাদের নিয়ে বিএনপির মতবিনিময় সভা
- বগুড়ায় গ্রামীণ ব্যাংকের শাখা থেকে ৩ ককটেল উদ্ধার
- তারুণ্যের উৎসবে বারি’র প্রযুক্তি প্রদর্শনী ও কর্মশালা
- রংপুর বিভাগের ৫৩ ‘জুলাই যোদ্ধার’ গেজেট বাতিল
- সাগরপথে মানবপাচারের প্রস্তুতিকালে আটক ৪
- হাসিনা-রেহানা ও টিউলিপের বিরুদ্ধে মামলার সাক্ষ্যগ্রহণ সমাপ্ত
- উত্তর কুয়েতে ৭,৭০০ বছরের প্রাচীন ভাটির সন্ধান
- দুই লাখ ২০ হাজার টন সার কিনবে সরকার
- তরুণ প্রজন্ম দেশকে উদ্যোক্তা বান্ধব রাষ্ট্রে পরিণত করবে : প্রাথমিক উপদেষ্টা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে চার জনের মৃত্যু, হাসপাতালে ৯২০
- কান্নার শব্দে ধান ক্ষেত থেকে উদ্ধার হলো ২ দিনের নবজাতক
- ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন: স্বরাষ্ট্র উপদেষ্টা
- ৫ ব্যাংক একীভূত করার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
- ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের আরও ৫ নেতাকর্মী গ্রেপ্তার
- মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২০
- পরিবারসহ কাজী জাফরের আয়কর নথি সিআইডিকে দেওয়ার নির্দেশ
- ন্যূনতম ২০ জন শ্রমিকেই করা যাবে ট্রেড ইউনিয়ন, গেজেট প্রকাশ
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ১৬৪৯ জন