সাবেক ভূমিমন্ত্রী বর্ষীয়ান রাজনীতিক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর পাবনা-৪ আসনের এমপি শামসুর রহমান শরীফ ডিলু (৮১) আর নেই। গতকাল ভোররাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বার্ধক্যজনিত নানা জটিলতায় ১১ মার্চ থেকে হাসপাতালে ভর্তি ছিলেন এই ভাষাসৈনিক। বিকালে পাবনায় পৃথক দুই দফা নামাজে জানাজা শেষে নিজ গ্রাম লক্ষীকুন্ডায় রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে দাফন করা হয়। তিনি স্ত্রী, চার ছেলে ও পাঁচ মেয়ে রেখে গেছেন। ২০০৪ সাল থেকে আমৃত্যু পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন এই বীর মুক্তিযোদ্ধা। জাতীয় সংসদের আটঘরিয়া-ঈশ্বরদী আসন থেকে টানা পাঁচবার প্রতিনিধিত্ব করা এই রাজনীতিবিদের মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ মন্ত্রিসভার সদস্য এবং আওয়ামী লীগের নেতা-কর্মীরা শোক জানান। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কৈশোরেই রাজনীতিতে হাতেখড়ি শামসুর রহমান ডিলু পঞ্চম শ্রেণিতে পড়া অবস্থায় ভাষা আন্দোলনের মিছিলে যোগ দিয়ে গ্রেফতার হয়েছিলেন। আইয়ুব খানের মার্শাল ল-বিরোধী আন্দোলন, হামিদুর রহমান শিক্ষা কমিশনবিরোধী আন্দোলন, ছয় দফা আন্দোলন এবং ঊনসত্তরের গণঅভ্যুত্থানেও সক্রিয় ছিলেন তিনি। এ কারণে কয়েক দফা জেলে যেতে হয় তাকে। একাত্তরে ৭ নম্বর সেক্টর থেকে মুক্তিযুদ্ধে অংশ নেন শামসুর রহমান ডিলু। লক্ষীকুন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালনের পর তিনি ১৯৯৬ সালে আওয়ামী লীগের মনোনয়নে পাবনা-৪ আসন থেকে প্রথমবার এমপি নির্বাচিত হন। এরপর প্রতিটি সংসদ নির্বাচনেই তিনি বিজয়ী হয়েছেন। ২০১৪ সালে আওয়ামী লীগ টানা দ্বিতীয় মেয়াদে ক্ষমতাসীন হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাবনার এই এমপিকে ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব দেন। ’৭৫ সালে বঙ্গবন্ধু সপরিবারে নিহত হওয়ার পর দীর্ঘদিন জেলে থাকতে হয়েছে তাঁকে। জেল খেটেছেন সামরিক শাসক এইচ এম এরশাদের আমলেও।
শিরোনাম
- নিকট ভবিষ্যতে বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা রয়েছে
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- আজ ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (২৪ নভেম্বর)
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর