সাবেক ভূমিমন্ত্রী বর্ষীয়ান রাজনীতিক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর পাবনা-৪ আসনের এমপি শামসুর রহমান শরীফ ডিলু (৮১) আর নেই। গতকাল ভোররাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বার্ধক্যজনিত নানা জটিলতায় ১১ মার্চ থেকে হাসপাতালে ভর্তি ছিলেন এই ভাষাসৈনিক। বিকালে পাবনায় পৃথক দুই দফা নামাজে জানাজা শেষে নিজ গ্রাম লক্ষীকুন্ডায় রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে দাফন করা হয়। তিনি স্ত্রী, চার ছেলে ও পাঁচ মেয়ে রেখে গেছেন। ২০০৪ সাল থেকে আমৃত্যু পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন এই বীর মুক্তিযোদ্ধা। জাতীয় সংসদের আটঘরিয়া-ঈশ্বরদী আসন থেকে টানা পাঁচবার প্রতিনিধিত্ব করা এই রাজনীতিবিদের মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ মন্ত্রিসভার সদস্য এবং আওয়ামী লীগের নেতা-কর্মীরা শোক জানান। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কৈশোরেই রাজনীতিতে হাতেখড়ি শামসুর রহমান ডিলু পঞ্চম শ্রেণিতে পড়া অবস্থায় ভাষা আন্দোলনের মিছিলে যোগ দিয়ে গ্রেফতার হয়েছিলেন। আইয়ুব খানের মার্শাল ল-বিরোধী আন্দোলন, হামিদুর রহমান শিক্ষা কমিশনবিরোধী আন্দোলন, ছয় দফা আন্দোলন এবং ঊনসত্তরের গণঅভ্যুত্থানেও সক্রিয় ছিলেন তিনি। এ কারণে কয়েক দফা জেলে যেতে হয় তাকে। একাত্তরে ৭ নম্বর সেক্টর থেকে মুক্তিযুদ্ধে অংশ নেন শামসুর রহমান ডিলু। লক্ষীকুন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালনের পর তিনি ১৯৯৬ সালে আওয়ামী লীগের মনোনয়নে পাবনা-৪ আসন থেকে প্রথমবার এমপি নির্বাচিত হন। এরপর প্রতিটি সংসদ নির্বাচনেই তিনি বিজয়ী হয়েছেন। ২০১৪ সালে আওয়ামী লীগ টানা দ্বিতীয় মেয়াদে ক্ষমতাসীন হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাবনার এই এমপিকে ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব দেন। ’৭৫ সালে বঙ্গবন্ধু সপরিবারে নিহত হওয়ার পর দীর্ঘদিন জেলে থাকতে হয়েছে তাঁকে। জেল খেটেছেন সামরিক শাসক এইচ এম এরশাদের আমলেও।
শিরোনাম
- গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড
- বিসিএস পশুসম্পদ ক্যাডারে সমন্বিত মেকআপ কোর্সের বিষয়ে প্রজ্ঞাপন জারি
- খুলনায় পুলিশের ৫৯তম টিআরসি ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
- বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রসহ দুইজন নিহত
- স্ত্রী ও ছেলেসহ সাবেক মন্ত্রী মায়ার ৮১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
- ইসির কাছে ১৪ প্রস্তাবনা ইউএনডিপি প্রতিনিধিদলের
- স্ত্রী-কন্যাসহ র্যাবের সাবেক ডিজি হারুনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১১
- প্রাথমিকের শিক্ষক পদে আবেদন করতে পারবেন না ধূমপায়ীরা
- চট্টগ্রাম শিক্ষাবোর্ডের দুই কর্মচারী সাময়িক বরখাস্ত
- ঢাবিতে শীতকালীন বইমেলা শুরু
- জামিন পেলেন সাংবাদিক মঞ্জুরুল আলম
- এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ ১৬ নভেম্বর
- ট্রাম্প ক্ষমতায় আসার পর ৮০ হাজার ভিসা বাতিল
- ইন্টারনেটে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ালে ৫ বছর কারাদণ্ড , ৯৯ কোটি টাকা জরিমানা
- মানুষের মৌলিক মানবাধিকার নিশ্চিত করতে হবে : তারেক রহমান
- সন্ত্রাসবিরোধী আইনের মামলায় লতিফ সিদ্দিকীর জামিন
- স্কুল-কলেজের সিসি ক্যামেরাগুলো ভোটকেন্দ্রে ব্যবহার করতে চায় ইসি
- সংসদ নির্বাচনে প্রতিবন্ধীদের ভাবনা জানতে চায় ইসি
- জেতার সম্ভাবনা আছে এমন শরিকদের জন্য আসন ছাড়বে বিএনপি : আমীর খসরু
সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান ডিলুর ইন্তেকাল
নিজস্ব প্রতিবেদক ও পাবনা প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর