শিরোনাম
বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০ ০০:০০ টা

নেভাল একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ

নেভাল একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ

নৌবাহিনী প্রধান এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী গতকাল চট্টগ্রামের পতেঙ্গায় বাংলাদেশ নেভাল একাডেমিতে মিডশীপম্যান এবং ডাইরেক্ট এন্ট্রি অফিসার ব্যাচের সর্বোচ্চ মান অর্জনকারী আসিফ মেহরাজকে ‘সোর্ড অব অনার’ প্রদান করেন -আইএসপিআর

চট্টগ্রামে বাংলাদেশ নেভাল একাডেমিতে গতকাল মিডশিপম্যান ব্যাচ এবং ডাইরেক্ট এন্ট্রি অফিসার (ডিইও) ব্যাচের নবীন কর্মকর্তাদের গ্রীষ¥কালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান এডমিরাল আওরঙ্গজেব প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। এর মধ্য দিয়ে বাংলাদেশ নৌবাহিনীর ৪৪ জন মিডশিপম্যান এবং ২৯ জন ডাইরেক্ট এন্ট্রি অফিসারসহ ৭৩ জন নবীন কর্মকর্তা কমিশন লাভ করেন। এদের মধ্যে তিনজন মহিলা কর্মকর্তা রয়েছেন। সদ্য কমিশনপ্রাপ্তদের মধ্যে মিডশিপম্যান মো. আসিফ মেহরাজ সব বিষয়ে সর্বোচ্চ মান অর্জন করে সেরা চৌকস মিডশিপম্যান হিসেবে ‘সোর্ড অব অনার’ লাভ করেন। এ ছাড়া মিডশিপম্যান আবু সাদাত মো. সায়েম প্রশিক্ষণে দ্বিতীয় সর্বোচ্চ মান অর্জনকারী হিসেবে ‘নৌপ্রধান স্বর্ণ পদক’ এবং ডাইরেক্ট এন্ট্রি অফিসার ব্যাচ হতে অ্যাক্টিং সাব লেফটেন্যান্ট আবদুস সামাদ আশিক শ্রেষ্ঠ ফলাফল অর্জনকারী হিসেবে ‘বীর শ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্বর্ণ পদক’ লাভ করেন।

কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে সদ্য কমিশনপ্রাপ্ত নবীন কর্মকর্তাদের উদ্দেশে নৌবাহিনী প্রধান তরুণ প্রজন্মের কর্মকর্তাদের দেশ রক্ষার মহান কর্তব্যে আত্মনিয়োগ করে দেশ সেবার কাজে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি মহান মুক্তিযুদ্ধে স্বাধীনতার স্থপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী বীর নৌসেনা ও মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ ত্যাগের কথা শ্রদ্ধাভরে স¥রণ করেন।-আইএসপিআর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর