দেশের বিভিন্ন জেলায় জ্বর, সর্দি, কাশি, ডায়রিয়া, গলা ব্যথা ও শ্বাসকষ্টের মতো করোনা উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। তার ছয়জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এবং একজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান। তারা পটুয়াখালী, মৌলভীবাজার, কুমিল্লা ও মাগুরা জেলার বাসিন্দা। সংশ্লিষ্টদের বাড়িঘরও লকডাউন করেছে প্রশাসন। করোনা সন্দেহে পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করা হচ্ছে। অনেককেই হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছেন।
আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো তথ্য-
পটুয়াখালী : করোনার উপসর্গ নিয়ে গতকাল পটুয়াখালীতে দুজন মারা গেছেন। একজন পটুয়াখালী ২৫০ শয্যার সদর হাসপাতালে এবং অন্যজন বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানান, ২৫০ শয্যা সদর হাসপাতালে গতকাল সকাল সোয়া ১০টায় মারা যাওয়া ব্যক্তির বাড়ি সদর উপজেলার বদরপুর ইউনিয়নে। তার বয়স হয়েছিল ৬১ বছর। এদিকে বাউফল উপজেলায় করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তির বাড়ি একই উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের দিয়ারাকচুয়া গ্রামে। তার বয়স হয়েছিল ৬০ বছর। তিনি গতকাল সকাল ৯টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান। বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক জানান, মারা যাওয়া ব্যক্তি বেশ কয়েক দিন ধরে জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। গতকাল সকাল ৯টার দিকে তাকে অসুস্থ অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন স্বজনরা। চিকিৎসা শুরুর কিছুক্ষণ পর তিনি মারা যান। মৌলভীবাজার : শুক্রবার রাত ৮টার দিকে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে সদর উপজেলার এক ব্যক্তি (৭৮) করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তির আধা ঘণ্টার মধ্যেই তিনি মারা যান। হাসপাতালসূত্র জানিয়েছেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শ্বাসকষ্ট নিয়ে ওই ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। রাতেই স্বাস্থ্যবিধি মেনে তার দাফন সম্পন্ন হয়েছে। কুমিল্লা : কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে স্থাপিত কভিড-১৯ হাসপাতালে গতকাল সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ শ্বাসকষ্ট, জ্বর ও সর্দি নিয়ে আরও তিনজন মারা গেছেন। হাসপাতালসূত্র জানান, কভিডের উপসর্গ শ্বাসকষ্ট, জ্বর, সর্দি নিয়ে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) শুক্রবার রাত ৯টায় মারা যান লাকসাম উপজেলার ৮৫ বছরের এক বৃদ্ধ, সকাল ১০টায় মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া এলাকার ৫৫ বছরের এক পুরুষ ও রাত ৮টা ১১ মিনিটে আইসোলেশন ওয়ার্ডে মারা যান মনোহরগঞ্জ উপজেলার ৭০ বছরের এক বৃদ্ধ। মাগুরা : মাগুরায় করোনাভাইরাসের উপসর্গ জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। যার নমুনা পরীক্ষায় করোনাভাইরাস নেগেটিভ এসেছিল। শুক্রবার রাত ১টার দিকে ঢাকায় হাসপাতালে নেওয়ার পথে নিমাই চন্দ্র সাহা (৫৫) নামে ওই ব্যবসায়ীর মৃত্যু হয়। তিনি নতুন বাজারে মুদি-পাটের ব্যবসা করতেন। নিমাইয়ের ছেলে তন্ময় সাহা বলেন, সম্প্রতি তার বাবার জ্বর, ঠান্ডা, কাশি ও শ্বাসকষ্ট শুরু হয়। এ অবস্থায় ১৭ জুলাই তার করোনাভাইরাস পরীক্ষা করালে রিপোর্ট নেগেটিভ আসে। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হলে শুক্রবার রাত ১২টার দিকে তাকে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরে ওই রাতেই প্রথমে ফরিদপুর এবং পরে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।