শুক্রবার, ৩১ জুলাই, ২০২০ ০০:০০ টা

রাজনীতির অস্থিরতায় আমরা অমানুষে পরিণত হয়েছিলাম

-সেলিম ওসমান

নারায়ণগঞ্জ প্রতিনিধি

রাজনীতির অস্থিরতায় আমরা অমানুষে পরিণত হয়েছিলাম

নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান বলেছেন, ‘আমি আমার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারিনি। যদি পারতাম তাহলে ৮ তলা ফাউন্ডেশনের অন্তত ৬ তলার কাজ শেষ হয়ে যেত। তবে ডিসেম্বরের মধ্যেই দ্বিতীয়তলা পর্যন্ত কাজ শেষ করতে পারব।’ গতকাল দুপুরে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নতুন বার ভবন উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি বলেন, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই ভবন ও একটি আইন কলেজের খুব প্রয়োজন। এমপি বলেন, রাজনীতির অস্থিরতায় আমরা অমানুষে পরিণত হয়েছিলাম। আমরা এখনো পায়ে পায়ে ঝগড়া করতে অভ্যস্ত। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জীবনের ঝুঁকি নিয়ে দুর্ভিক্ষ ও করোনা মোকাবিলা করছি। কোরবানির ঈদে যদি আমাদের সচেতনতা না থাকে তাহলে হয়তো করোনা সংক্রমণ আরও বাড়তে পারে। এ সময় জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহসিন মিয়া, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট হোসনে আরা বাবলী, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েল, পিপি অ্যাডভোকেট ওয়াজেদ আলী খোকন প্রমুখ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর