বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

চট্টগ্রামে গণপরিবহনে সুরক্ষা নিয়ে উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে গণপরিবহনে যাত্রী চলাচল স্বাভাবিক হলেও সুরক্ষা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। প্রায় পাঁচ মাস পর গতকাল থেকে সাধারণ নিয়মে গণপরিবহন চলাচল শুরু করে। শুরুর প্রথম দিনেই গণপরিবহনে আসনের বেশি যাত্রী পরিবহন  করতে দেখা যায়। তাই যাত্রীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। জানা যায়, বৈশ্বিক মহামারী করোনার কারণে গণপরিবহনে ৬০ শতাংশ ভাড়া বাড়ানো হয়। গতকাল থেকে বর্ধিত ভাড়া কমানো হয়। এর মাধ্যমে যাত্রীর মধ্যে স্বস্তি আসছে। কিন্তু স্বাস্থ্য সুরক্ষা নিয়ে উদ্বিগ্ন। তবে বাস, মিনিবাস, টেম্পুতে যত আসন তত যাত্রী না নেওয়ায় ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা নিয়ে দুশ্চিন্তায় আছে যাত্রীরা। তবে গণপরিবহনে অনেক যাত্রীই মাস্ক, হ্যান্ডগ্লাভস, ফেস শিল্ড, প্লাস্টিকের স্বচ্ছ চশমা, ফুলহাতা শার্ট, সু বা ক্যাডস পড়ছে। একই সঙ্গে নিয়মিত বিরতিতে হ্যান্ড স্যানিটাইজার বা স্প্রে ব্যবহার করছেন অনেকে।

মুরাদপুরের একজন যাত্রী আশরাফুল ইসলাম বলেন, ‘সরকারি নির্দেশনা মতে, যত আসন তত যাত্রী নেবেন। কিন্তু লোকাল বাসগুলোতে আসনের বেশি যাত্রী দেখা যাচ্ছে। নিয়ম নীতি কেউ মানছে না। এ ছাড়া বাসগুলো যাত্রী তুলতে অসম প্রতিযোগিতাও করছে।’

চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপের সভাপতি মো. বেলায়েত হোসেন বলেন, ‘নগরে যত রুট আছে সেখানে আমাদের বাস-মিনিবাস চলছে। সভা করে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, চালক বা স্টাফদের খামখেয়ালিপনার কারণে প্রশাসন বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মামলা দিলে বা জরিমানা করলে সমিতি তার দায় নেবে না।’

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর