খুলনায় করোনার নমুনা পরীক্ষা ও শনাক্তের হার তুলনামূলক কমেছে। তবে বর্তমানে যারা আক্রান্ত হচ্ছেন তাদের শারীরিক জটিলতা অনেক বেশি বলে দাবি করছেন চিকিৎসকরা। বেশির ভাগ রোগীর জন্য প্রয়োজন হচ্ছে হাই ফ্লো অক্সিজেট সাপোর্ট। পাশাপাশি বাড়ছে মৃত্যু সংখ্যাও। বিশ্লেষকরা বলছেন, সচেতনতা কমে আসায় পরিবারের বয়স্করা করোনায় বেশি আক্রান্ত হচ্ছেন। এদের মধ্যে আগে থেকেই যারা অ্যাজমা, শ্বাসকষ্ট, ডায়াবেটিস, কিডনি বা এ ধরনের রোগে ভুগছেন তারা মুহূর্তে জটিল অবস্থায় চলে যাচ্ছেন। জানা যায়, ১০০ শয্যার খুলনা ডেডিকেটেড হাসপাতালে গতকাল মাত্র ২৭ জন করোনা রোগী ভর্তি ছিল। তবে এদের মধ্যে ১০ জনকেই আইসিইউতে অক্সিজেন সাপোর্ট দিতে হয়েছে। চিকিৎসকরা বলছেন, আগে চিকিৎসা নেওয়া ৯৫-১০০ জন রোগীর মধ্যে মাত্র ৮-৯ জনকে হাই ফ্লো অক্সিজেন দেওয়া হতো। বাকিরা সাধারণ চিকিৎসায় সুস্থ হয়েছে। তবে এখন ভর্তি থাকা ২৫-৩০ জন রোগীর মধ্যে গড়ে ১০ জনকেই অক্সিজেন সাপোর্ট দিতে হচ্ছে। খুলনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. আবদুল আহাদ বলেন, খুলনায় শনাক্তের হার কমলেও সিভিআর অ্যাটাক (জটিলতা ঝুঁকি) বাড়ছে। করোনা আক্রান্ত বয়স্করা মূহূর্তেই ঝুঁকিতে চলে যাচ্ছে। তাদের ব্রেন বা শরীরের অঙ্গপ্রত্যঙ্গে অক্সিজেন সরবরাহ দ্রুত কমে যাচ্ছে। ফলে নানান ধরনের উপসর্গ তাদের মধ্যে তৈরি হচ্ছে। সিভিল সার্জন অফিসের তথ্য অনুযায়ী, জেলায় এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৯৩ জনের। এর মধ্যে গত ৩০ আগস্ট চিকিৎসাধীন মাত্র ৮৪ জন রোগীর মধ্যে ৫ জন ও ৫ সেপ্টেম্বর ৬৫ জন রোগীর মধ্যে ৪ জন মারা যায়। তবে খুলনায় করোনা চিকিৎসা সমন্বয়ক ডা. মেহেদী নেওয়াজ বলেন, বর্তমানে প্রায় ৮৫ ভাগ রোগী হাসপাতালে আসছেন না। তারা বাড়িতে বসেই সেবা নিচ্ছেন। বাকি ১৫ ভাগ রোগী ভর্তি হচ্ছেন। যার মধ্যে ৫ ভাগ রোগীর আইসিইউ সেবা লাগছে। যারা মুমূর্ষু রোগী তারাই হাসপাতালে ভর্তি হওয়ায় আইসিইউ বেড পূর্ণই থাকছে।
শিরোনাম
- শততম টেস্টে শতক হাঁকালেন মুশফিক
- প্রথম মরক্কান হিসেবে আফ্রিকার বর্ষসেরা হাকিমি
- ভারতকে হারিয়ে র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগুলো বাংলাদেশে
- ভারতের সঙ্গে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর আশঙ্কা পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
- জাতীয় পুনর্জাগরণের নেতা
- চিড়িয়াখানায় ঠাঁই হলো সেই মুখপোড়া হনুমানের
- তত্ত্বাবধায়ক ফেরা প্রশ্নে আপিলের রায় আজ
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
খুলনায় শনাক্তের হার কমলেও বাড়ছে ঝুঁকি
আক্রান্তরা বেশির ভাগই অক্সিজেন সাপোর্টে
সামছুজ্জামান শাহীন, খুলনা
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর