খুলনায় করোনার নমুনা পরীক্ষা ও শনাক্তের হার তুলনামূলক কমেছে। তবে বর্তমানে যারা আক্রান্ত হচ্ছেন তাদের শারীরিক জটিলতা অনেক বেশি বলে দাবি করছেন চিকিৎসকরা। বেশির ভাগ রোগীর জন্য প্রয়োজন হচ্ছে হাই ফ্লো অক্সিজেট সাপোর্ট। পাশাপাশি বাড়ছে মৃত্যু সংখ্যাও। বিশ্লেষকরা বলছেন, সচেতনতা কমে আসায় পরিবারের বয়স্করা করোনায় বেশি আক্রান্ত হচ্ছেন। এদের মধ্যে আগে থেকেই যারা অ্যাজমা, শ্বাসকষ্ট, ডায়াবেটিস, কিডনি বা এ ধরনের রোগে ভুগছেন তারা মুহূর্তে জটিল অবস্থায় চলে যাচ্ছেন। জানা যায়, ১০০ শয্যার খুলনা ডেডিকেটেড হাসপাতালে গতকাল মাত্র ২৭ জন করোনা রোগী ভর্তি ছিল। তবে এদের মধ্যে ১০ জনকেই আইসিইউতে অক্সিজেন সাপোর্ট দিতে হয়েছে। চিকিৎসকরা বলছেন, আগে চিকিৎসা নেওয়া ৯৫-১০০ জন রোগীর মধ্যে মাত্র ৮-৯ জনকে হাই ফ্লো অক্সিজেন দেওয়া হতো। বাকিরা সাধারণ চিকিৎসায় সুস্থ হয়েছে। তবে এখন ভর্তি থাকা ২৫-৩০ জন রোগীর মধ্যে গড়ে ১০ জনকেই অক্সিজেন সাপোর্ট দিতে হচ্ছে। খুলনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. আবদুল আহাদ বলেন, খুলনায় শনাক্তের হার কমলেও সিভিআর অ্যাটাক (জটিলতা ঝুঁকি) বাড়ছে। করোনা আক্রান্ত বয়স্করা মূহূর্তেই ঝুঁকিতে চলে যাচ্ছে। তাদের ব্রেন বা শরীরের অঙ্গপ্রত্যঙ্গে অক্সিজেন সরবরাহ দ্রুত কমে যাচ্ছে। ফলে নানান ধরনের উপসর্গ তাদের মধ্যে তৈরি হচ্ছে। সিভিল সার্জন অফিসের তথ্য অনুযায়ী, জেলায় এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৯৩ জনের। এর মধ্যে গত ৩০ আগস্ট চিকিৎসাধীন মাত্র ৮৪ জন রোগীর মধ্যে ৫ জন ও ৫ সেপ্টেম্বর ৬৫ জন রোগীর মধ্যে ৪ জন মারা যায়। তবে খুলনায় করোনা চিকিৎসা সমন্বয়ক ডা. মেহেদী নেওয়াজ বলেন, বর্তমানে প্রায় ৮৫ ভাগ রোগী হাসপাতালে আসছেন না। তারা বাড়িতে বসেই সেবা নিচ্ছেন। বাকি ১৫ ভাগ রোগী ভর্তি হচ্ছেন। যার মধ্যে ৫ ভাগ রোগীর আইসিইউ সেবা লাগছে। যারা মুমূর্ষু রোগী তারাই হাসপাতালে ভর্তি হওয়ায় আইসিইউ বেড পূর্ণই থাকছে।
শিরোনাম
- সন্ধ্যার মধ্যে ঝড়ের আশঙ্কা দেশের ৬ অঞ্চলে
- বৃষ্টিতে বির্পযস্ত ঝিনাইদহের জনজীবন
- ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির পর এই প্রথম সৌদির সঙ্গে ইরানের বৈঠক
- রাতে সেমিফাইনালে মুখোমুখি রিয়াল মাদ্রিদ ও পিএসজি
- নতুন মামলায় আনিসুল-সালমান-আমুসহ গ্রেফতার ৯
- এখন আর শেখ হাসিনার পালানোর পথ নেই : প্রেস সচিব
- টানা বৃষ্টিপাত চলবে আরও কয়েকদিন, জানাল আবহাওয়া অধিদপ্তর
- কক্সবাজার সৈকতে ভেসে এলো চবির আরেক শিক্ষার্থীর লাশ
- ইউক্রেনের ড্রোন হামলায় রুশ ন্যাশনাল গার্ডের সদসসহ নিহত ৩
- চীন-ভারতসহ ব্রিকস সদস্যদের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের হুমকি
- এনবিআর চেয়ারম্যানের কাছে ক্ষমা চেয়েছেন দুই শতাধিক কর্মকর্তা-কর্মচারী
- আফ্রিকা-জিম্বাবুয়ের সঙ্গে যুবাদের ত্রিদেশীয় সিরিজের সূচি ঘোষণা
- গণমাধ্যমকে হুমকি বন্ধে হস্তক্ষেপ কামনা মার্কিন কংগ্রেসের
- বৃষ্টিতে মোংলা পৌর এলাকায় জলাবদ্ধতা, জনজীবন বিপর্যস্ত
- ভিন্নমত দমনের বিরুদ্ধে বিএনপি নেতারা
- রাজধানীতে দুই বাসের মাঝে চাপা পড়ে একজন নিহত
- একজনের নামে সর্বোচ্চ ১০ সিম, কার্যকর ১৫ আগস্ট থেকে
- চীনে সীসা বিষক্রিয়ায় অসুস্থ ২৩৩ শিশু
- দেশজুড়ে পুলিশি অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ১৬০৭
- পেদ্রোর জোড়া গোলে ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসি
খুলনায় শনাক্তের হার কমলেও বাড়ছে ঝুঁকি
আক্রান্তরা বেশির ভাগই অক্সিজেন সাপোর্টে
সামছুজ্জামান শাহীন, খুলনা
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর