খুলনায় করোনার নমুনা পরীক্ষা ও শনাক্তের হার তুলনামূলক কমেছে। তবে বর্তমানে যারা আক্রান্ত হচ্ছেন তাদের শারীরিক জটিলতা অনেক বেশি বলে দাবি করছেন চিকিৎসকরা। বেশির ভাগ রোগীর জন্য প্রয়োজন হচ্ছে হাই ফ্লো অক্সিজেট সাপোর্ট। পাশাপাশি বাড়ছে মৃত্যু সংখ্যাও। বিশ্লেষকরা বলছেন, সচেতনতা কমে আসায় পরিবারের বয়স্করা করোনায় বেশি আক্রান্ত হচ্ছেন। এদের মধ্যে আগে থেকেই যারা অ্যাজমা, শ্বাসকষ্ট, ডায়াবেটিস, কিডনি বা এ ধরনের রোগে ভুগছেন তারা মুহূর্তে জটিল অবস্থায় চলে যাচ্ছেন। জানা যায়, ১০০ শয্যার খুলনা ডেডিকেটেড হাসপাতালে গতকাল মাত্র ২৭ জন করোনা রোগী ভর্তি ছিল। তবে এদের মধ্যে ১০ জনকেই আইসিইউতে অক্সিজেন সাপোর্ট দিতে হয়েছে। চিকিৎসকরা বলছেন, আগে চিকিৎসা নেওয়া ৯৫-১০০ জন রোগীর মধ্যে মাত্র ৮-৯ জনকে হাই ফ্লো অক্সিজেন দেওয়া হতো। বাকিরা সাধারণ চিকিৎসায় সুস্থ হয়েছে। তবে এখন ভর্তি থাকা ২৫-৩০ জন রোগীর মধ্যে গড়ে ১০ জনকেই অক্সিজেন সাপোর্ট দিতে হচ্ছে। খুলনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. আবদুল আহাদ বলেন, খুলনায় শনাক্তের হার কমলেও সিভিআর অ্যাটাক (জটিলতা ঝুঁকি) বাড়ছে। করোনা আক্রান্ত বয়স্করা মূহূর্তেই ঝুঁকিতে চলে যাচ্ছে। তাদের ব্রেন বা শরীরের অঙ্গপ্রত্যঙ্গে অক্সিজেন সরবরাহ দ্রুত কমে যাচ্ছে। ফলে নানান ধরনের উপসর্গ তাদের মধ্যে তৈরি হচ্ছে। সিভিল সার্জন অফিসের তথ্য অনুযায়ী, জেলায় এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৯৩ জনের। এর মধ্যে গত ৩০ আগস্ট চিকিৎসাধীন মাত্র ৮৪ জন রোগীর মধ্যে ৫ জন ও ৫ সেপ্টেম্বর ৬৫ জন রোগীর মধ্যে ৪ জন মারা যায়। তবে খুলনায় করোনা চিকিৎসা সমন্বয়ক ডা. মেহেদী নেওয়াজ বলেন, বর্তমানে প্রায় ৮৫ ভাগ রোগী হাসপাতালে আসছেন না। তারা বাড়িতে বসেই সেবা নিচ্ছেন। বাকি ১৫ ভাগ রোগী ভর্তি হচ্ছেন। যার মধ্যে ৫ ভাগ রোগীর আইসিইউ সেবা লাগছে। যারা মুমূর্ষু রোগী তারাই হাসপাতালে ভর্তি হওয়ায় আইসিইউ বেড পূর্ণই থাকছে।
শিরোনাম
- উখিয়ায় বন্যহাতির রহস্যজনক মৃত্যু
- যুক্তরাষ্ট্রে দ্বীপে চীনের ‘গুয়াম কিলার’ আতঙ্ক
- বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিতে নতুন বাহিনী ‘এয়ার গার্ড’
- মোংলায় ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক
- হোয়াটসঅ্যাপের নতুন ফিচারে বদলাবে গ্রুপ চ্যাটের ধরণ
- বাংলাদেশি সমর্থকরা শীলঙ্কার জয়ের অপেক্ষায় রয়েছে : শানাকা
- গাজায় ইসরায়েলি বর্বরতা, নিহত ছাড়াল ৬৫ হাজার
- বয়স্কদের সুষম খাদ্য
- কর্মক্ষেত্রে হেনস্থার জেরে আত্মহত্যা, ৯০ কোটি টাকা ক্ষতিপূরণ
- কঙ্গোতে ইবোলার নতুন প্রাদুর্ভাব, আতঙ্কে সাধারণ মানুষ
- পুঁজিবাজার: সূচকের ওঠানামায় চলছে লেনদেন
- ট্র্যাপিস্ট-ওয়ানই গ্রহ নিয়ে নতুন আশা জ্যোতির্বিজ্ঞানীদের
- ২০ কোটি বছরের পুরনো কোয়েলাক্যন্থ জীবাশ্ম শনাক্ত
- আয়ারল্যান্ডের বিপক্ষে ৪ উইকেটের জয় ইংল্যান্ডের
- ওষুধের আগ্রাসী বিপণনে ভোক্তা অধিকার লঙ্ঘন
- রোনালদোকে ছাড়াই আল-নাসরের গোল উৎসব
- আজ ঢাকার বাতাসের মান কেমন?
- অস্ট্রেলিয়া সিরিজে নেই স্যান্টনার, দায়িত্বে ব্রেসওয়েল
- নতুন অ্যালবাম প্রকাশ করে যুক্তরাষ্ট্রে যাবে অর্থহীন
- শেষ মুহূর্তের নাটকীয় গোলে অ্যাতলেটিকোকে হারাল লিভারপুল
খুলনায় শনাক্তের হার কমলেও বাড়ছে ঝুঁকি
আক্রান্তরা বেশির ভাগই অক্সিজেন সাপোর্টে
সামছুজ্জামান শাহীন, খুলনা
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর