শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা
দৃশ্যমান উন্নয়নে পুকুর খনন প্রকল্প

পরিবেশ রক্ষায় লিজ বাতিল খুলনার সরকারি পুকুরের

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনা মহানগরীতে পরিবেশ রক্ষায় এখন থেকে পুকুর লিজ (বরাদ্দ) দেওয়া হবে না। একই সঙ্গে পুকুরগুলোর দৃশ্যমান উন্নয়নে খননকাজে প্রকল্প গ্রহণ করা হয়েছে। খুলনা সিটি মেয়র তালুকদার আবদুল খালেক এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, পুকুর খননের জন্য জার্মান সরকারের পক্ষ থেকে তিন কোটি টাকা বরাদ্দ পাওয়া গেছে। অনেকে সরকারি পুকুর লিজ নিয়ে মাছ চাষসহ বিভিন্নভাবে ব্যবসা শুরু করেন। এই কাজগুলো আর করতে দেওয়া হবে না। গতকাল নগর ভবনে জার্মান সরকারের জলবায়ু পরিবর্তন বিষয়ক উন্নয়ন প্রকল্পের আওতায় এ বিষয়ে আলোচনা হয়। সিটি মেয়র বলেন, নগরীতে ৩১টি পুকুর রয়েছে। এর মধ্যে কেসিসির আওতায় ১১টি। নগরবাসীর স্বার্থরক্ষা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় সবকিছু করা হবে।

একই সঙ্গে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে কাজ চলমান রয়েছে। এছাড়া জলাবদ্ধতা নিরসনে রূপসা নদী ও ভৈরব নদ খননের উদ্যোগ নিতে হবে। কর্মশালায় কেসিসির প্যানেল মেয়র মো. আমিনুল ইসলাম মুন্না ও আলী আকবার টিপু উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর