শিরোনাম
মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা
কক্সবাজারে শিশু মণি হত্যা

মৃত্যুদন্ড থেকে খালাস পেলেন তিন আসামি

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারে শিশু মণিকে অপহরণের পর হত্যার ঘটনায় মিয়ানমারের দুই নাগরিকসহ তিন আসামিকে মৃত্যুদন্ড থেকে খালাস দিয়েছে হাই কোর্ট। গতকাল বিচারপতি কৃষ্ণা দেবনাথ ও বিচারপতি এ এস এম আবদুল মোবিনের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ রায় দেয়। রায়ে প্রসিকিউশনের সাক্ষ্যপ্রমাণের সার্বিক বিষয় বিবেচনায় নিয়ে তিন আসামিকে খালাস দেয় আদালত। খালাসপ্রাপ্তরা হলেন মিয়ানমারের নাগরিক আবদুল খালেক ও আবদুস শুক্কুর এবং চট্টগ্রামের চন্দনাইশের বাহাদুর মিয়া। মামলার এজাহারে বলা হয়, ২০১৩ সালের ৪ জুলাই কক্সবাজার শহরের নুনিয়ারছটার বাসিন্দা নুরুল হকের ছেলে হৃদয় মণিকে (৬) অপহরণ করে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরিবার মুক্তিপণ না দেওয়ায় মণিকে হত্যা করা হয়। পরের দিন কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে মণির লাশ উদ্ধার করে পুলিশ।

 এ ঘটনায় ৬ জুলাই নুরুল হক কক্সবাজার সদর মডেল থানায় চারজনকে আসামি করে মামলা করেন। ২০১৫ সালের ৭ জুন কক্সবাজারের দায়রা জজ সাদিকুল ইসলাম তালুকদার রিকশাচালক জসিমকে মুক্তি দেন। বাকি তিন আসামিকে মৃত্যুদন্ড দেওয়া হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর