চট্টগ্রামে মাদক মাফিয়াদের বিরুদ্ধে অভিযানে ভাটা পড়েছে। গত কয়েক মাসে পরিচালিত হয়নি কোনো অভিযান। ফলে ফের সক্রিয় হয়ে উঠেছে স্বরাষ্ট্র মন্ত্রাণালয় ও বিভিন্ন সংস্থার তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীরা। এলাকায় ফিরে এসে তারা অপ্রতিরুদ্ধ হয়ে উঠেছে। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন বলেন, ‘অতীতের মতো এখনো মাদক নিয়ে পুলিশের অবস্থা জিরো টলারেন্স। শিগগিরই মাদকবিরোধী অভিযান জোরদার করা হবে। তালিকাভুক্ত এবং তালিকার বাইরে থাকা সব মাদক ব্যবসায়ী ও তাদের পৃষ্ঠপোষকদের গ্রেফতারের আওতায় আনা হবে।’ চট্টগ্রাম মেট্রো মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক মোহাম্মদ রাশেদুজ্জামান বলেন, ‘তালিকায় যাদের নাম রয়েছে তাদের অনেকেই আগের ঠিকানায় অবস্থান করছে না। তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের জন্য অভিযান চালালেও ঠিকানা পরিবর্তনের কারণে তাদের খোঁজ মিলছে না। তারপরও চেষ্টা রয়েছে তাদের গ্রেফতারের আওতায় আনার।’ জানা যায়, চট্টগ্রাম নগরী ও জেলায় প্রশাসনের বিভিন্ন সংস্থার তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী রয়েছে ১ হাজারের ওপর। তার মধ্যে ৪২৯ জনের নাম রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের করা মাদক ব্যবসায়ীর তালিকায়। তিন ক্যাটাগরিতে মাদক ব্যবসায়ীদের ওই তালিকা করা হয়। তালিকায় থাকা চট্টগ্রাম জেলার মাদক ব্যবসায়ীদের মধ্যে ৭৪ জনের নাম তালিকাভুক্ত হয় মাদক ব্যবসায়ী হিসেবে, ৩৬ জনের নাম তালিকাভুক্ত করা হয় পৃষ্ঠপোষক ও আশ্রয়-প্রশ্রয়দানকারী এবং ১০ জনের নাম তালিকাভুক্ত হয় মাদক ব্যবসায়ী সহায়তাকারী পুলিশ সদস্য হিসেবে। নগরীতে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী ২৭৯ জন, পৃষ্ঠপোষক ও আশ্রয় প্রশ্রয়দানকারী ১০ জন এবং মাদক ব্যবসায়ী সহায়তাকারী পুলিশ সদস্য ২০ জন। তালিকায় থাকা মাদক ব্যবসায়ীদের মধ্যে রয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বিভিন্ন প্রতিষ্ঠানের চাকরিজীবী, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। পৃষ্ঠপোষক ও আশ্রয়-প্রশ্রয়দানকারীদের সবাই রাজনৈতিক দলের প্রভাবশালী নেতা ও জনপ্রতিনিধি। এরই মধ্যে মাদক ব্যবসায়ীদের সহায়তাকারী পুলিশ সদস্যের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হলেও বাকিরা রয়েছেন বহাল তবিয়তে। তালিকা তৈরির পর তাদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু হলে এলাকা ছাড়া হয় সিংহভাগ মাদক ব্যবসায়ী। বর্তমানে প্রশাসনের শিথিলতার সুযোগে ফের এলাকায় সক্রিয় হয়েছে তারা।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ