চট্টগ্রামে মাদক মাফিয়াদের বিরুদ্ধে অভিযানে ভাটা পড়েছে। গত কয়েক মাসে পরিচালিত হয়নি কোনো অভিযান। ফলে ফের সক্রিয় হয়ে উঠেছে স্বরাষ্ট্র মন্ত্রাণালয় ও বিভিন্ন সংস্থার তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীরা। এলাকায় ফিরে এসে তারা অপ্রতিরুদ্ধ হয়ে উঠেছে। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন বলেন, ‘অতীতের মতো এখনো মাদক নিয়ে পুলিশের অবস্থা জিরো টলারেন্স। শিগগিরই মাদকবিরোধী অভিযান জোরদার করা হবে। তালিকাভুক্ত এবং তালিকার বাইরে থাকা সব মাদক ব্যবসায়ী ও তাদের পৃষ্ঠপোষকদের গ্রেফতারের আওতায় আনা হবে।’ চট্টগ্রাম মেট্রো মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক মোহাম্মদ রাশেদুজ্জামান বলেন, ‘তালিকায় যাদের নাম রয়েছে তাদের অনেকেই আগের ঠিকানায় অবস্থান করছে না। তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের জন্য অভিযান চালালেও ঠিকানা পরিবর্তনের কারণে তাদের খোঁজ মিলছে না। তারপরও চেষ্টা রয়েছে তাদের গ্রেফতারের আওতায় আনার।’ জানা যায়, চট্টগ্রাম নগরী ও জেলায় প্রশাসনের বিভিন্ন সংস্থার তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী রয়েছে ১ হাজারের ওপর। তার মধ্যে ৪২৯ জনের নাম রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের করা মাদক ব্যবসায়ীর তালিকায়। তিন ক্যাটাগরিতে মাদক ব্যবসায়ীদের ওই তালিকা করা হয়। তালিকায় থাকা চট্টগ্রাম জেলার মাদক ব্যবসায়ীদের মধ্যে ৭৪ জনের নাম তালিকাভুক্ত হয় মাদক ব্যবসায়ী হিসেবে, ৩৬ জনের নাম তালিকাভুক্ত করা হয় পৃষ্ঠপোষক ও আশ্রয়-প্রশ্রয়দানকারী এবং ১০ জনের নাম তালিকাভুক্ত হয় মাদক ব্যবসায়ী সহায়তাকারী পুলিশ সদস্য হিসেবে। নগরীতে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী ২৭৯ জন, পৃষ্ঠপোষক ও আশ্রয় প্রশ্রয়দানকারী ১০ জন এবং মাদক ব্যবসায়ী সহায়তাকারী পুলিশ সদস্য ২০ জন। তালিকায় থাকা মাদক ব্যবসায়ীদের মধ্যে রয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বিভিন্ন প্রতিষ্ঠানের চাকরিজীবী, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। পৃষ্ঠপোষক ও আশ্রয়-প্রশ্রয়দানকারীদের সবাই রাজনৈতিক দলের প্রভাবশালী নেতা ও জনপ্রতিনিধি। এরই মধ্যে মাদক ব্যবসায়ীদের সহায়তাকারী পুলিশ সদস্যের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হলেও বাকিরা রয়েছেন বহাল তবিয়তে। তালিকা তৈরির পর তাদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু হলে এলাকা ছাড়া হয় সিংহভাগ মাদক ব্যবসায়ী। বর্তমানে প্রশাসনের শিথিলতার সুযোগে ফের এলাকায় সক্রিয় হয়েছে তারা।
শিরোনাম
- কৈলাশটিলায় বন্ধ কূপে নতুন করে মিলল গ্যাস
- চীনের হয়ে গুপ্তচরবৃত্তি, ফিলিপাইনের সাবেক মেয়রের যাবজ্জীবন কারাদণ্ড
- এবারও আঁধার কাটল না শ্যামপুর ও সেতাবগঞ্জ চিনিকলে, হতাশ চাষিরা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ৭৪৫
- বগুড়ায় এসআর হেলথ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন
- ফেনী সীমান্তে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৫৯৭ মামলা
- হামলায় জড়িতদের গ্রেফতারে রাবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
- মুন্সীগঞ্জে যুবদল নেতা হত্যার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
- পার্শ্ববর্তী দেশে বসে ফ্যাসিবাদরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে
- তিন রাজস্ব আইনের ইংরেজি সংস্করণের গেজেট প্রকাশ
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪
- শনিবার ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
- উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত
- হাসিনা পালানোতেই তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরে এলো : জয়নুল আবেদীন
- পুলিশের মনোবল ভাঙার চেষ্টা করবেন না : ডিএমপি কমিশনার
- গাজায় ৪০ হাজার শিশুকে টিকা দিবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ১৩ লাখ রোহিঙ্গার ভার আর বহন করা সম্ভব নয়: জাতিসংঘে বাংলাদেশ
- মার্কিন নির্বাচনে হামলার পরিকল্পনায় আফগান নাগরিকের ১৫ বছরের দণ্ড
- নারীদের নিরাপত্তা ও সুরক্ষায় ৫ প্রতিশ্রুতি তারেক রহমানের
চট্টগ্রামে ফের সক্রিয় মাদক ব্যবসায়ীরা
তবে পুলিশ বলছে, তারা জিরো টলারেন্সে
মুহাম্মদ সেলিম, চট্টগ্রাম
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর