মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

শেখ হাসিনার গাড়িবহরে হামলার মামলায় আরও সাতজনকে জেরা

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার কলারোয়ায় সাবেক বিরোধীদলীয় নেতা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার মামলায় গতকাল সাত সাক্ষীকে জেরা করা হয়েছে। আসামিপক্ষের আইনজীবীরা সাক্ষীদের দেওয়া জবানবন্দির ওপর ভিত্তি করে জেরায় অংশ নেন। সাতক্ষীরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হুমায়ুন কবির জেরার বক্তব্য রেকর্ড করেন। আদালতে গতকাল যেসব সাক্ষীকে জেরা করা হয় তারা হলেন জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য মুনসুর আহমেদ, বিরোধীদলীয় নেতার সফরসঙ্গী ফাতেমা জাহান সাথী, সৈনিক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সরদার মুজিব ও ফটোগ্রাফার শহীদুল হক জীবন এবং হামলার সময় বাসের চালক মো. নজিবুল্লাহ, দুই সাংবাদিক অধ্যক্ষ আবু আহমেদ ও ইয়ারব হোসেন।

তাদের বিভিন্নভাবে প্রশ্ন করা হলে তারা তার জবাব দেন।

প্রসঙ্গত, ২০০২ সালে বর্তমান প্রধানমন্ত্রী তৎকালীন বিরোধীদলীয় নেতা হিসেবে কলারোয়ায় ধর্ষিতা মুক্তিযোদ্ধাপত্নীকে দেখতে সাতক্ষীরায় আসেন। এ সময় হামলার ঘটনা ঘটে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর