শিরোনাম
শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

সিলেটে শেষ হলো তিন দিনের পরিবহন ধর্মঘট

নিজস্ব প্রতিবেদক, সিলেট

পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে সিলেট বিভাগে ডাকা তিন দিনের পরিবহন ধর্মঘট শেষ হয়েছে। আজ ভোর ৬টায় নির্ধারিত ৭২ ঘণ্টার ধর্মঘট শেষ হয়েছে। ধর্মঘটের কারণে মঙ্গলবার থেকে গতকাল পর্যন্ত যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়। ধর্মঘটের শেষ দিন গতকাল সকাল থেকে পরিবহন শ্রমিকরা সিলেটের প্রবেশদ্বার হুমায়ূন রশিদ চত্বর ও চন্ডিপুলে অবস্থান নেন। এছাড়াও সিলেটের বিভিন্ন স্থানে পিকেটিং করেন পরিবহন মালিক-শ্রমিকরা। ফলে প্রাইভেট ও জরুরি সেবাদানকারী গাড়ি ছাড়া রাস্তায় কোনো গণপরিবহন ও পণ্যবাহী ট্রাক, পিকআপ চলাচল করতে পারেনি। সকাল থেকে যাত্রীরা টার্মিনালে গিয়ে বাস না পেয়ে অনেকে ফিরে আসেন। অনেকে আবার ভিড় করেন রেলওয়ে স্টেশনে। তবে আগের দু’দিন সিলেটে সিএনজি অটোরিকশা চলাচল না করলেও গতকাল থেকে অটোরিকশা চলাচল করেছে।

 এতে দুর্ভোগ কিছুটা হলেও কমেছে।

গতকাল দেশের বিভিন্ন স্থান থেকে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.) এর মাজারে আসা বাস ধর্মঘটের কবলে পড়ে। সন্ধ্যায় মাজারে আসা বাসের জন্য ধর্মঘট শিথিল করেন পরিবহন মালিক-শ্রমিকরা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর