বুধবার, ২০ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা
বিচারপ্রার্থীকে যৌন হয়রানির অভিযোগ

ঢাকার সিএমএম আদালত থেকে বিচারক কনক বড়ুয়াকে প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কনক বড়ুয়াকে তার বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহার করা হয়েছে। গতকাল আইন ও বিচার বিভাগ তাকে প্রত্যাহার করে এ আদেশ জারি করেছে। কনক বড়ুয়ার বিরুদ্ধে সম্প্রতি খাস কামরায় এক নারী বিচারপ্রার্থীকে যৌন হয়রানির অভিযোগ ওঠে। গত ১২ জানুয়ারি এ বিচারকের বিরুদ্ধে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) বরাবর যৌন হয়রানির অভিযোগ করেন বিচারপ্রার্থী এক নারী। পরদিন কনক বড়ুয়া ছুটিতে যান। আইন মন্ত্রণালয়ের উপসচিব শেখ গোলাম মাহবুব স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেসির মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কনক বড়ুয়াকে বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহার করে আইন ও বিচার বিভাগে সংযুক্ত করা হলো। প্রজ্ঞাপনে কনক বড়ুয়াকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের মনোনীত কর্মকর্তার কাছে ১৯ জানুয়ারি তার বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে আইন ও বিচার বিভাগে যোগদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়।

সর্বশেষ খবর