বুধবার, ২৭ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

বঙ্গবন্ধুকে নিয়ে অমর্ত্য সেনের বক্তৃতা আজ

কূটনৈতিক প্রতিবেদক

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে ঘোষিত মুজিববর্ষ উপলক্ষে বঙ্গবন্ধুকে নিয়ে আজ স্মারক বক্তৃতা করবেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে শুরু হওয়া বঙ্গবন্ধু লেকচার সিরিজের দ্বিতীয় আয়োজনে তিনি বক্তব্য রাখবেন। লন্ডন স্কুল অব ইকোনমিক্সের সাউথ এশিয়া সেন্টার ও লন্ডনের বাংলাদেশ হাইকমিশন যৌথভাবে এ সেমিনারের আয়োজন করেছে। ‘বঙ্গবন্ধু অ্যান্ড ভিশনস অব বাংলাদেশ’ শীর্ষক এই লেকচার ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানে আরও বক্তব্য রাখবেন- সেন্টার ফর পলিসি ডায়ালগের চেয়ারম্যান অধ্যাপক রহমান সোবহান, যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীম, লন্ডন স্কুল অব ইকোনমিক্সের সাউথ এশিয়া সেন্টারের পরিচালক ডেম মিনোচে শফিক ও অধ্যাপক আলনুর ভিমানি।

এর আগে, গত ১ ডিসেম্বর ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে আনুষ্ঠানিকভাবে এ লেকচার সিরিজের উদ্বোধন হয়। সেদিন প্রথম লেকচারে বঙ্গবন্ধুর ওপর কি-নোট স্পিকার হিসেবে বক্তব্য দেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী। জাতির পিতার জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর পুরো সময় ধরে এ সিরিজ আয়োজিত হবে। প্রতি মাসে এমন অন্তত একটি লেকচার আয়োজন করার পরিকল্পনা রয়েছে বলে জানানো হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে।

সর্বশেষ খবর