বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

ছাত্রলীগে ‘বিতর্কিতরা’ ফের পদ পেলেন

দাবি অব্যাহতিপ্রাপ্ত কয়েক নেতার

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

বিভিন্ন সময়ে শূন্য হওয়া ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির পদগুলোয় আবারও ‘বিতর্কিত’দের আনা হয়েছে বলে অভিযোগ তুলেছেন সংগঠনটি থেকে অব্যাহতিপ্রাপ্ত কয়েকজন নেতা। গতকাল দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন সাবেক দফতর সম্পাদক আহসান হাবিব এবং উপ-দফতর সম্পাদক মাহমুদ আবদুল্লাহ বিন মুন্সি।

এর আগে বুধবার ছাত্রলীগের ৬৮টি শূন্যপদে মনোনয়ন দেন ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

অভিযোগকারীরা ২০১৯ সালের ১৭ ডিসেম্বর এক বিজ্ঞপ্তির মাধ্যমে অব্যাহতি পেয়েছিলেন। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ‘তাদের বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা পাওয়া গেছে’। তবে সংবাদ সম্মেলনে তাদের অব্যাহতি দেওয়ার প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলেন ছাত্রলীগের কেন্দ্রীয় এই দুই সাবেক নেতা। তারা অভিযোগ করেন, ‘নতুন করে পদায়ন করা ৬৮ জনের মধ্যে বয়সোত্তীর্ণ, মাদকসেবী, চাঁদাবাজির কারণে শাস্তিপ্রাপ্ত, বহিষ্কৃত, বিবাহিত, চাকরিজীবী, মামলার আসামিসহ অনেকেই রয়েছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর