বুধবার, ১০ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

মেয়ের প্রতারণা মামলায় সৎমা কারাগারে

আদালত প্রতিবেদক

রাজধানীর গুলশান থানায় মেয়ের করা প্রতারণা ও বাড়িতে ঢুকতে না দেওয়ার মামলায় ভারতীয় নাগরিক সৎমা আঞ্জু কাপুরকে কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. তোফাজ্জল হোসেন কারাগারে পাঠানোর এ আদেশ দেন। এর আগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) কর্মকর্তা রাশেদুজ্জামান আসামিকে গ্রেফতার করে আদালতে হাজির করেন এবং জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন।  মামলা সূত্রে জানা গেছে, অবসরপ্রাপ্ত পাইলট মোস্তফা জগলুলের প্রথম স্ত্রীর মেয়ে মুশফিকুর মুস্তফা গত বছরের ২০ ডিসেম্বর বাদী হয়ে রাজধানীর গুলশান থানায় মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়। বিশ্বাসভঙ্গ ও প্রতারণার অভিযোগ এনে এ মামলা করা হয়। মামলায় অভিযোগ করা হয়, তার বাবার মৃত্যুর পর আঞ্জু কাপুর সিটি ব্যাংক থেকে ১ কোটি ৪০ লাখ টাকা তুলে নিয়ে আত্মসাৎ করেন। সূত্র জানায়, আঞ্জু কাপুর ও মোস্তফা জগলুল ওয়াহিদের প্রথম পক্ষের দুই মেয়ের মধ্যে বিরোধের বিষয়টি প্রকাশ্যে আসে অক্টোবরের শেষ ভাগে। দুই বোন গুলশান-২ এ ১০ কাঠা জমির ওপর তোলা বাড়ির সামনে সকাল থেকে রাত পর্যন্ত অবস্থান করেন।

তারা অভিযোগ করেন আঞ্জু কাপুর তাদের বাড়িতে ঢুকতে দিচ্ছেন না। এ নিয়ে পত্রপত্রিকা ও টেলিভিশনে খবর প্রচারিত হলে গত ২৬ অক্টোবর স্বতঃপ্রণোদিত রুলসহ আদেশ  দেয় হাই কোর্টের একটি বেঞ্চ। সেই আদেশে অবিলম্বে দুই  বোনের বাড়িতে প্রবেশ নিশ্চিত করতে গুলশান থানার ওসিকে নির্দেশ দেয় আদালত। উচ্চ আদালতের নির্দেশে ওই রাতেই দুই  বোন মুশফিকা ও মোবাশ্বেরাকে বাড়িতে উঠিয়ে দেয় পুলিশ। পাশাপাশি হাই কোর্টের নির্দেশে দুই বোনের নিরাপত্তায় ওই বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর