মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

ঐক্যের পথে হাঁটছে খুলনা বিএনপি

দুই বছর পর আলোচনার টেবিলে দুই পক্ষের নেতারা

সামছুজ্জামান শাহীন, খুলনা

প্রায় দুই বছর ধরে খুলনায় আলাদাভাবে কর্মসূচি পালন করছে বিএনপির বিবদমান দুই পক্ষ। দলের মূল অংশের বাইরে সাহারুজ্জামান মোর্ত্তজা, শফিকুল আলম তুহিন ও আজিজুল হাসান দুলুর নেতৃত্বে মহানগর বিএনপি এবং মনিরুল হাসান বাপ্পীর নেতৃত্বে জেলা বিএনপির বিভিন্ন কর্মসূচি আলাদা পালিত হয়েছে। তবে এবার খুলনার রাজপথে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে ঐক্যের পথে হাঁটতে শুরু করেছে দুই পক্ষই। জানা যায়, এর মধ্যে গত ২১ ফেব্রুয়ারি দলীয় কার্যালয়ে এক বৈঠকে মহানগর বিএনপির বিবদমান দুই পক্ষের নেতারা মিলিত হয়েছেন। ওই বৈঠকে কমিটি গঠন ও ত্যাগী নেতা-কর্মীদের মূল্যায়নসহ নানা বিষয়ে আলোচনা হয়। এ ছাড়া বৈঠকের বিষয়বস্তু নিয়ে গত ২২ ফেব্রুয়ারি মহানগর বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের মূল্যায়ন সভা অনুষ্ঠিত হয়। দলের নেতা-কর্মীরা জানান, ‘ছয় সিটি করপোরেশন এলাকায় সুষ্ঠু নির্বাচনের দাবিতে আগামী ২৭ ফেব্রুয়ারি খুলনা সম্মেলনকে ঘিরে ঐক্যের এ উদ্যোগ নেওয়া হয়েছে।’ গত ২০ ফেব্রুয়ারি জেলা-মহানগর যৌথ সম্মেলন প্রস্তুতি সভায় মূল কমিটির বাইরে যারা আলাদা সভা-সমাবেশ করছেন, তাদেরকেও আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু স্বল্প সময়ে সংগঠিত হতে না পারায় তারা চিঠি দিয়ে অপারগতা জানান। পরে ২১ ফেব্রুয়ারি দলীয় কার্যালয়ে মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান মনির সঙ্গে তাদের বৈঠক হয়। একাংশের নেতৃত্বে থাকা মনিরুল হাসান বাপ্পী বলেন, দীর্ঘদিন ধরে মহানগরে কমিটি হয় না। জেলা বিএনপির মেয়াদও উত্তীর্ণ হয়েছে এক বছর আগে। আমরা এসব কমিটি ভেঙে কোন প্রক্রিয়ায় পুনর্গঠন করা যায় তা নিয়ে প্রস্তাবনা দিয়েছি। দলের মূল অংশে থাকা মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক অধ্যক্ষ তারিকুল ইসলাম বলেন, ‘তৃণমূলের ঐক্য নিয়ে আলোচনা শুরু হয়েছে। আমাদের কাছ থেকে দূরে থাকা সহকর্মীদেরও সম্মেলন বাস্তবায়নে গঠিত বিভিন্ন উপ-কমিটিতে জায়গা দেওয়া হয়েছে।

এ ছাড়া সম্মেলনের দিন মঞ্চে বসা, বক্তৃতা করা বা অন্যান্য সব বিষয়ে তাদের প্রাপ্য মর্যাদা দিয়ে ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর