বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১ ০০:০০ টা

টিকা বেশি এলে বয়স শিথিলের চিন্তা করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

টিকা বেশি এলে বয়স শিথিলের চিন্তা করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

পরিকল্পনার চেয়ে বেশি করোনাভাইরাসের টিকা সংগ্রহ করতে পারলে সরকার প্রয়োগের ক্ষেত্রে বয়স শিথিলের বিষয়টি চিন্তা করবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। গতকাল স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে কভিড-১৯ ভ্যাকসিন সরবরাহ ও ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত সভা শেষে স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান। মন্ত্রী বলেন, ‘আমরা ৪০ বছরের বেশি বয়সীদের ভ্যাকসিন দিচ্ছি। ভারতে ৬০ বছর বা এর বেশি বয়সীদের ভ্যাকসিন দেওয়া হচ্ছে। আমাদের দেশে এটা কমিয়ে ৪০ বছরে নিয়ে এসেছি। ৪০ বছরে নিয়ে আসার কারণে আমাদের ৪ কোটি মানুষকে ভ্যাকসিন দিতে হবে।’

জাহিদ মালেক বলেন, ‘আমাদের হাতে যদি ভ্যাকসিন বেশি আসে তাহলে বয়সের বিষয়টি চিন্তা করতে পারব। শিডিউলও পরিবর্তন করতে পারব। আমাদের সব সময় চেষ্টা থাকবে নিশ্চিত হয়ে যেন আমরা কাজ করি। দ্বিতীয় ডোজ যেন আমাদের হাতে থাকে। তা মাথায় রেখে আমরা কাজ করে যাচ্ছি।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর