শুক্রবার, ৫ মার্চ, ২০২১ ০০:০০ টা

নেতৃত্ব বদলের অপেক্ষায় সিলেট বিএনপি

জেলা সম্মেলনের তাগিদ, ভেঙে দেওয়া হচ্ছে মহানগর শাখা

শাহ্ দিদার আলম নবেল, সিলেট

দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে অবশেষে সিলেট বিএনপির নেতৃত্বে আসছে পরিবর্তন। সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে জেলা বিএনপিতে। আর মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে আহ্‌বায়ক কমিটি গঠনের প্রস্তুতি চলছে মহানগর শাখায়। নতুন নেতৃত্বের মাধ্যমে সিলেটে ঝিমিয়ে পড়া নেতা-কর্মীরা চাঙা ও সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে মনে করছেন দলের নেতারা। দলীয় সূত্র জানান, মেয়াদোত্তীর্ণ জেলা বিএনপির কমিটি ভেঙে ২০১৯ সালের ২ অক্টোবর ২৫ সদস্যের আহ্‌বায়ক কমিটি গঠন করা হয়। তিন মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের কথা থাকলেও দেড় বছরেও তা করতে পারেননি আহ্‌বায়ক কমিটির দায়িত্বশীলরা। জেলার আওতাভুক্ত উপজেলা কমিটি করতে গিয়ে দ্বিধাবিভক্ত হয় পড়েন নিজেরাই। ফলে সম্মেলন আয়োজন করা সম্ভব হয়নি। নেতৃবৃন্দের দ্বিধাবিভক্ত অবস্থায় এবার কঠোর হয়েছে কেন্দ্র। আগামী এপ্রিলের মধ্যে সম্মেলন করে নির্বাচিত নেতৃবৃন্দের কাছে দায়িত্ব হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্র থেকে।

এ প্রসঙ্গে সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি ও আহ্‌বায়ক কমিটির সদস্য আবুল কাহের শামীম বলেন, ‘এপ্রিলের শেষের দিকে সম্মেলন আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। আগামী ১৫ দিনের মধ্যে জেলার আওতাভুক্ত সব ওয়ার্ড ও ইউনিয়ন কমিটি গঠনের কাজ সম্পন্ন করা হবে। পরবর্তী ১৫ দিনে সব উপজেলা কমিটি করে সম্মেলন করা হবে।’

এদিকে প্রায় দুই বছর আগে মেয়াদোত্তীর্ণ হওয়া মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ভেঙে নতুন কমিটি গঠনেরও উদ্যোগ নেওয়া হয়েছে। দলীয় সূত্র জানান, মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে প্রথমে স্বল্পপরিসরে আহ্‌বায়ক কমিটি গঠন করা হবে। পরে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে ১৪ মার্চ ঢাকায় সিলেট মহানগর বিএনপি নেতাদের তলব করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ওইদিন অনলাইনে তাদের সঙ্গে কথা বলবেন তারেক। দেবেন দলীয় দিকনির্দেশনাও। ওই বৈঠকের পরই মহানগর বিএনপির বর্তমান কমিটি ভেঙে আহ্‌বায়ক কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন দলের নির্ভরযোগ্য একাধিক সূত্র।

এ প্রসঙ্গে সিলেট মহানগর বিএনপি সভাপতি নাসিম হোসেইন বলেন, ‘ঢাকায় অনলাইন বৈঠকে তারেক রহমান দলের পরবর্তী কার্যক্রম সম্পর্কে দিকনির্দেশনা দেবেন। সেইমতো মহানগর বিএনপির পরবর্তী কার্যক্রম হাতে নেওয়া হবে। তবে ওই সভার পর মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে আহ্‌বায়ক কমিটি করে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর