শুক্রবার, ৫ মার্চ, ২০২১ ০০:০০ টা

শিশুর অপরাধ যা-ই হোক সাজা ১০ বছরের বেশি নয়

হাই কোর্টের বৃহত্তর বেঞ্চের পূর্ণাঙ্গ রায়

নিজস্ব প্রতিবেদক

শিশুর অপরাধ যা-ই হোক সাজা ১০ বছরের বেশি নয়

কোনো মামলায় অভিযুক্ত শিশুর অপরাধ যে মাত্রারই হোক না কেন তাকে ১০ বছরের বেশি সাজা দেওয়া যাবে না বলে রায় দিয়েছে হাই কোর্ট। রায়ে বলা হয়েছে, শিশুর স্বীকারোক্তিমূলক জবানবন্দি সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য নয়। আদালত বলেছে, কিশোরের বিচার (জুভেনাইল জাস্টিস) ব্যবস্থায় কোনো শিশুর স্বীকারোক্তিমূলক জবানবন্দির সাক্ষ্যমূল্য নেই। আর এই স্বীকারোক্তিমূলক জবানবন্দিকে সাজা দেওয়ার ভিত্তি হিসেবে ব্যবহার করা যাবে না। অভিযুক্ত শিশুর অপরাধ যা-ই হোক না কেন তাকে ১০ বছরের বেশি সাজা দেওয়া যাবে না। বিচারপতি মো. শওকত হোসেনের নেতৃত্বে হাই কোর্টের তিন বিচারপতির বৃহত্তর বেঞ্চ এ রায় দিয়েছে। হাই কোর্ট ২০১৯ সালের ২৮ আগস্ট সংক্ষিপ্ত রায় দিলেও সম্প্রতি এর পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। বেঞ্চের অন্য দুই বিচারপতি হলেন বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি এ এস এম আবদুল মোবিন। ৬৩ পৃষ্ঠার রায়টি লিখেছেন বিচারপতি মো. রুহুল কুদ্দুস। অন্য দুই বিচারপতি তার সঙ্গে একমত পোষণ করেছেন। বাংলাদেশ, ভারত, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের একাধিক মামলার নজির এবং বিশেষজ্ঞ ব্যক্তির লেখা বই নিবন্ধ, বৈজ্ঞানিক গবেষণার ফল পর্যালোচনা করে এই রায় দেওয়া হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর