শুক্রবার, ৫ মার্চ, ২০২১ ০০:০০ টা

সূচক বাড়লেও কমেছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক

সপ্তাহের শেষ কার্যদিবস গতকাল প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সব মূল্যসূচক বেড়েছে। সূচক বাড়লেও দুই বাজারেই লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। সেই সঙ্গে ডিএসইতে কমেছে লেনদেনের পরিমাণ। তবে সিএসইতে লেনদেন বেড়েছে। ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫১৫ পয়েন্টে উঠে এসেছে। দিনভর বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ১০০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে পতনের তালিকায় স্থান করে নিয়েছে ১৫০টি। আর ১০৭টির দাম অপরিবর্তিত ছিল। মূল্যসূচকের উত্থান হলেও ডিএসইতে লেনদেনের পরিমাণ কমেছে। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ৭০৭ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার। আগের দিন লেনদেন হয় ৭৭৫ কোটি ৮৪ লাখ টাকা। টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো লিমিটেডের শেয়ার। কোম্পানিটির ৮৮ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার এদিন লেনদেন হয়েছে। ১ টাকা ৯০ পয়সা কমে কোম্পানিটির শেয়ারের দর হয়েছে ৮২ টাকা ১০ পয়সা। দ্বিতীয় স্থানে থাকা রবির শেয়ারে ৫৩ কোটি ৫৫ লাখ টাকার লেনদেন হয়েছে। ৪৭ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে বেক্সিমকো ফার্মা।  অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ৬০ পয়েন্ট।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর