বরিশালে স্বাস্থ্যবিধির বালাই নেই। রাস্তাঘাট, হাট-বাজার, গণপরিবহন কোথাও শারীরিক দূরত্ব অনুসরণ করা হয় না। করোনাভীতি থাকলেও মাস্ক ব্যবহারের আগ্রহ নেই সাধারণ জনগণের। এসব কারণে সারা দেশের মতো বরিশালেও বাড়ছে করোনা আক্রান্তের হার। এ অবস্থায় স্বাস্থ্য সচেতনতা বাড়াতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সব জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনা দেওয়া হয়েছে। সরকারের নির্দেশনা উপেক্ষা করলে আইন প্রয়োগের মাধ্যমে স্বাস্থ্যবিধি বাস্তবায়ন করার কথা জানিয়েছেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। করোনার প্রকোপ কমে যাওয়ায় সব জায়গায় ঢিলেঢালাভাব। হাটবাজার, রাস্তাঘাট, শপিংমল, বাস টার্মিনাল, লঞ্চঘাট এবং যানবাহনে কোথাও নেই শারীরিক দূরত্ব। মাস্ক পরা বাধ্যতামূলক হলেও অনেকেরই তা ব্যবহারের আগ্রহ নেই। তবে করোনা সংক্রমণ থেকে বাঁচতে মাস্ক পরা উচিত বলে মনে করেন সবাই। এদিকে সাম্প্রতিক সময়ে সারা দেশে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় আবারও নড়েচড়ে বসেছে প্রশাসন। শনিবার মন্ত্রিপরিষদ থেকে সব জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের চিঠি দিয়ে স্বাস্থ্য সচেতনতা বাড়ানোর তাগিদ দেওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল জেলা আইনশৃঙ্খলা রক্ষা কমিটির সভায় সরকারি সব দফতরের প্রধানদের নিজ নিজ ক্ষেত্রে সাস্থ্য সচেতনতা বাড়ানোর তাগিদ দেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। এরপরও স্বাস্থ্যবিধি উপেক্ষিত হলে আইন প্রয়োগের মাধ্যমে স্বাস্থ্যবিধি মানতে বাধ্য করার কথা বলেন জেলা প্রশাসক। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের সহকারী পরিচালক ডা. শ্যামল কুমার দাস জানান, শনিবার নতুন করে বরিশাল বিভাগে দুজন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ঝালকাঠীতে একজনের মৃত্যু হয়েছে।
শিরোনাম
- শীতের দিনেও ব্যায়াম, যা খেয়াল রাখা জরুরি
- প্রশাসন আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে: জামায়াত নেতা শাহাজাহান
- মুখে বলিরেখা সমস্যার প্রাকৃতিক সমাধান
- বিশ্বকাপ : বাংলাদেশের সামনে পড়তে পারে ইতালি
- শুল্কের হুমকি দিয়ে আট যুদ্ধের পাঁচটিই থামিয়েছি: ট্রাম্প
- নির্বাচনী হলফনামায় বিদেশি সম্পদের বিবরণীও বাধ্যতামূলক: দুদক চেয়ারম্যান
- হল ছাড়তে শুরু করেছেন ঢাবি শিক্ষার্থীরা
- ভারতীয় খাসিয়াদের গুলিতে প্রাণ গেল সিলেটের যুবকের
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- টেস্টে নতুন উচ্চতায় তাইজুল
- ঢাকা উত্তরে প্রথম কেন্দ্রীয় গ্রন্থাগারের যাত্রা শুরু
- সার উৎপাদনে ব্যবহৃত গ্যাসের নতুন দাম ঘোষণা আজ
- শিক্ষার্থীদের বাড়ি ফিরতে বিভাগীয় শহরে বাস সার্ভিস দেবে ডাকসু
- হল ছেড়ে মধ্যরাতে খোলা আকাশের নিচে ইডেন ছাত্রীরা, বিক্ষোভ
- ভিকারুননিসায় রবিবারের সব পরীক্ষা স্থগিত
- ভেনেজুয়েলাকে ঘিরে নতুন অভিযান শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- ছাত্রাবাসে ফাটল : চাদর-বালিশ নিয়ে সড়কে শিক্ষার্থীরা
- আজ ঢাকার বাতাসের মান কেমন?
- পেরুর সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
বরিশালে স্বাস্থ্যবিধি উপেক্ষিত আগ্রহ নেই মাস্ক ব্যবহারে
মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা বাস্তবায়ন করবে প্রশাসন
নিজস্ব প্রতিবেদক, বরিশাল
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর