বরিশালে স্বাস্থ্যবিধির বালাই নেই। রাস্তাঘাট, হাট-বাজার, গণপরিবহন কোথাও শারীরিক দূরত্ব অনুসরণ করা হয় না। করোনাভীতি থাকলেও মাস্ক ব্যবহারের আগ্রহ নেই সাধারণ জনগণের। এসব কারণে সারা দেশের মতো বরিশালেও বাড়ছে করোনা আক্রান্তের হার। এ অবস্থায় স্বাস্থ্য সচেতনতা বাড়াতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সব জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনা দেওয়া হয়েছে। সরকারের নির্দেশনা উপেক্ষা করলে আইন প্রয়োগের মাধ্যমে স্বাস্থ্যবিধি বাস্তবায়ন করার কথা জানিয়েছেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। করোনার প্রকোপ কমে যাওয়ায় সব জায়গায় ঢিলেঢালাভাব। হাটবাজার, রাস্তাঘাট, শপিংমল, বাস টার্মিনাল, লঞ্চঘাট এবং যানবাহনে কোথাও নেই শারীরিক দূরত্ব। মাস্ক পরা বাধ্যতামূলক হলেও অনেকেরই তা ব্যবহারের আগ্রহ নেই। তবে করোনা সংক্রমণ থেকে বাঁচতে মাস্ক পরা উচিত বলে মনে করেন সবাই। এদিকে সাম্প্রতিক সময়ে সারা দেশে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় আবারও নড়েচড়ে বসেছে প্রশাসন। শনিবার মন্ত্রিপরিষদ থেকে সব জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের চিঠি দিয়ে স্বাস্থ্য সচেতনতা বাড়ানোর তাগিদ দেওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল জেলা আইনশৃঙ্খলা রক্ষা কমিটির সভায় সরকারি সব দফতরের প্রধানদের নিজ নিজ ক্ষেত্রে সাস্থ্য সচেতনতা বাড়ানোর তাগিদ দেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। এরপরও স্বাস্থ্যবিধি উপেক্ষিত হলে আইন প্রয়োগের মাধ্যমে স্বাস্থ্যবিধি মানতে বাধ্য করার কথা বলেন জেলা প্রশাসক। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের সহকারী পরিচালক ডা. শ্যামল কুমার দাস জানান, শনিবার নতুন করে বরিশাল বিভাগে দুজন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ঝালকাঠীতে একজনের মৃত্যু হয়েছে।
শিরোনাম
- বৃষ্টিতে বির্পযস্ত ঝিনাইদহের জনজীবন
- ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির পর এই প্রথম সৌদির সঙ্গে ইরানের বৈঠক
- রাতে সেমিফাইনালে মুখোমুখি রিয়াল মাদ্রিদ ও পিএসজি
- নতুন মামলায় আনিসুল-সালমান-আমুসহ গ্রেফতার ৯
- এখন আর শেখ হাসিনার পালানোর পথ নেই : প্রেস সচিব
- টানা বৃষ্টিপাত চলবে আরও কয়েকদিন, জানাল আবহাওয়া অধিদপ্তর
- কক্সবাজার সৈকতে ভেসে এলো চবির আরেক শিক্ষার্থীর লাশ
- ইউক্রেনের ড্রোন হামলায় রুশ ন্যাশনাল গার্ডের সদসসহ নিহত ৩
- চীন-ভারতসহ ব্রিকস সদস্যদের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের হুমকি
- এনবিআর চেয়ারম্যানের কাছে ক্ষমা চেয়েছেন দুই শতাধিক কর্মকর্তা-কর্মচারী
- আফ্রিকা-জিম্বাবুয়ের সঙ্গে যুবাদের ত্রিদেশীয় সিরিজের সূচি ঘোষণা
- গণমাধ্যমকে হুমকি বন্ধে হস্তক্ষেপ কামনা মার্কিন কংগ্রেসের
- বৃষ্টিতে মোংলা পৌর এলাকায় জলাবদ্ধতা, জনজীবন বিপর্যস্ত
- ভিন্নমত দমনের বিরুদ্ধে বিএনপি নেতারা
- রাজধানীতে দুই বাসের মাঝে চাপা পড়ে একজন নিহত
- একজনের নামে সর্বোচ্চ ১০ সিম, কার্যকর ১৫ আগস্ট থেকে
- চীনে সীসা বিষক্রিয়ায় অসুস্থ ২৩৩ শিশু
- দেশজুড়ে পুলিশি অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ১৬০৭
- পেদ্রোর জোড়া গোলে ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসি
- ২৪ ঘণ্টায় ঢাকায় ৪৫ মিলিমিটার বৃষ্টি, আজও বৃষ্টির আভাস
বরিশালে স্বাস্থ্যবিধি উপেক্ষিত আগ্রহ নেই মাস্ক ব্যবহারে
মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা বাস্তবায়ন করবে প্রশাসন
নিজস্ব প্রতিবেদক, বরিশাল
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর