বরিশালে স্বাস্থ্যবিধির বালাই নেই। রাস্তাঘাট, হাট-বাজার, গণপরিবহন কোথাও শারীরিক দূরত্ব অনুসরণ করা হয় না। করোনাভীতি থাকলেও মাস্ক ব্যবহারের আগ্রহ নেই সাধারণ জনগণের। এসব কারণে সারা দেশের মতো বরিশালেও বাড়ছে করোনা আক্রান্তের হার। এ অবস্থায় স্বাস্থ্য সচেতনতা বাড়াতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সব জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনা দেওয়া হয়েছে। সরকারের নির্দেশনা উপেক্ষা করলে আইন প্রয়োগের মাধ্যমে স্বাস্থ্যবিধি বাস্তবায়ন করার কথা জানিয়েছেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। করোনার প্রকোপ কমে যাওয়ায় সব জায়গায় ঢিলেঢালাভাব। হাটবাজার, রাস্তাঘাট, শপিংমল, বাস টার্মিনাল, লঞ্চঘাট এবং যানবাহনে কোথাও নেই শারীরিক দূরত্ব। মাস্ক পরা বাধ্যতামূলক হলেও অনেকেরই তা ব্যবহারের আগ্রহ নেই। তবে করোনা সংক্রমণ থেকে বাঁচতে মাস্ক পরা উচিত বলে মনে করেন সবাই। এদিকে সাম্প্রতিক সময়ে সারা দেশে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় আবারও নড়েচড়ে বসেছে প্রশাসন। শনিবার মন্ত্রিপরিষদ থেকে সব জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের চিঠি দিয়ে স্বাস্থ্য সচেতনতা বাড়ানোর তাগিদ দেওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল জেলা আইনশৃঙ্খলা রক্ষা কমিটির সভায় সরকারি সব দফতরের প্রধানদের নিজ নিজ ক্ষেত্রে সাস্থ্য সচেতনতা বাড়ানোর তাগিদ দেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। এরপরও স্বাস্থ্যবিধি উপেক্ষিত হলে আইন প্রয়োগের মাধ্যমে স্বাস্থ্যবিধি মানতে বাধ্য করার কথা বলেন জেলা প্রশাসক। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের সহকারী পরিচালক ডা. শ্যামল কুমার দাস জানান, শনিবার নতুন করে বরিশাল বিভাগে দুজন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ঝালকাঠীতে একজনের মৃত্যু হয়েছে।
শিরোনাম
- আমিরাতকে হারিয়ে শেষ চারে ভারতের সঙ্গী পাকিস্তান
- গাজা নগরীতে দুই দিনে দেড় শতাধিক হামলা ইসরায়েলের
- গাজাবাসীকে ফের জোরপূর্বক উচ্ছেদের নিন্দায় পোপ
- স্বর্ণের দাম কমেছে
- ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব ইউরোপিয়ান ইউনিয়নের
- ছাত্র সংসদ আর জাতীয় নির্বাচন এক নয় : টুকু
- যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কেনা বন্ধ করলো কলম্বিয়া
- রেমিট্যান্স প্রবাহে ২৮.৫ শতাংশ প্রবৃদ্ধি
- বিশ্ব বাণিজ্যে রূপান্তর ঘটাবে কৃত্রিম বুদ্ধিমত্তা : বিশ্ব বাণিজ্য সংস্থা
- আবারও রিজার্ভ ৩১ বিলিয়ন ডলার ছাড়াল
- দুর্গাপূজা ঘিরে স্বৈরাচারের অপচেষ্টার বিরুদ্ধে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে : তারেক রহমান
- র্যাংকিংয়েও আফগানদের টপকে গেল টাইগাররা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু
- ‘পিআর ইস্যুতে আলোচনার টেবিল রেখে রাজপথে যাওয়া স্ববিরোধিতা’
- শেখ হাসিনা ও তার পরিবারের কেউ ভোট দিতে পারবেন না
- ভাঙ্গা থানায় ভাঙচুরের ঘটনায় নিক্সন চৌধুরীসহ ২৯ জনের নামে মামলা
- ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’ এ উড্ডয়ন প্রশিক্ষণ অনুশীলন
- ‘পিআর পদ্ধতির দাবি জনগণের প্রত্যাশার প্রতি মুনাফেকি’
- ফেব্রুয়ারিতেই স্বচ্ছ ও উৎসবমুখর নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা
- দুর্গাপূজায় কোনো ধরনের হুমকি নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা
বরিশালে স্বাস্থ্যবিধি উপেক্ষিত আগ্রহ নেই মাস্ক ব্যবহারে
মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা বাস্তবায়ন করবে প্রশাসন
নিজস্ব প্রতিবেদক, বরিশাল
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর