বরিশালে স্বাস্থ্যবিধির বালাই নেই। রাস্তাঘাট, হাট-বাজার, গণপরিবহন কোথাও শারীরিক দূরত্ব অনুসরণ করা হয় না। করোনাভীতি থাকলেও মাস্ক ব্যবহারের আগ্রহ নেই সাধারণ জনগণের। এসব কারণে সারা দেশের মতো বরিশালেও বাড়ছে করোনা আক্রান্তের হার। এ অবস্থায় স্বাস্থ্য সচেতনতা বাড়াতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সব জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনা দেওয়া হয়েছে। সরকারের নির্দেশনা উপেক্ষা করলে আইন প্রয়োগের মাধ্যমে স্বাস্থ্যবিধি বাস্তবায়ন করার কথা জানিয়েছেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। করোনার প্রকোপ কমে যাওয়ায় সব জায়গায় ঢিলেঢালাভাব। হাটবাজার, রাস্তাঘাট, শপিংমল, বাস টার্মিনাল, লঞ্চঘাট এবং যানবাহনে কোথাও নেই শারীরিক দূরত্ব। মাস্ক পরা বাধ্যতামূলক হলেও অনেকেরই তা ব্যবহারের আগ্রহ নেই। তবে করোনা সংক্রমণ থেকে বাঁচতে মাস্ক পরা উচিত বলে মনে করেন সবাই। এদিকে সাম্প্রতিক সময়ে সারা দেশে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় আবারও নড়েচড়ে বসেছে প্রশাসন। শনিবার মন্ত্রিপরিষদ থেকে সব জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের চিঠি দিয়ে স্বাস্থ্য সচেতনতা বাড়ানোর তাগিদ দেওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল জেলা আইনশৃঙ্খলা রক্ষা কমিটির সভায় সরকারি সব দফতরের প্রধানদের নিজ নিজ ক্ষেত্রে সাস্থ্য সচেতনতা বাড়ানোর তাগিদ দেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। এরপরও স্বাস্থ্যবিধি উপেক্ষিত হলে আইন প্রয়োগের মাধ্যমে স্বাস্থ্যবিধি মানতে বাধ্য করার কথা বলেন জেলা প্রশাসক। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের সহকারী পরিচালক ডা. শ্যামল কুমার দাস জানান, শনিবার নতুন করে বরিশাল বিভাগে দুজন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ঝালকাঠীতে একজনের মৃত্যু হয়েছে।
শিরোনাম
- জুলাই শহীদদের পরিচয় শনাক্তে আন্তর্জাতিক ফরেনসিক টিম আসছে ৫ ডিসেম্বর
- শেখ হাসিনার রায় সরাসরি সম্প্রচার করবে বিটিভি
- রাজধানীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ১০ নেতাকর্মী গ্রেফতার
- পাঁচ ব্যাংক একীভূতকরণের বিকল্প ছিল না : গভর্নর
- অনিয়মের প্রমাণ পায়নি বিসিবি
- সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে চায় কমিশন : সিইসি
- নিউ ইস্কাটন রোডে ফ্লাইওভার থেকে ছোড়া ককটেলে পথচারী আহত
- মাদ্রাসা শিক্ষা বোর্ড : খাতা চ্যালেঞ্জে ফেল থেকে পাস ৪৫ শিক্ষার্থী
- এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে সবুজায়ন করার উদ্যোগ
- মেক্সিকোতে জেন-জির বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত ১২০
- আইপিএলে কে কোন দলে, দেখুন পূর্ণাঙ্গ স্কোয়াড
- ঢাকা বোর্ডে পুনর্নিরীক্ষায় নতুন জিপিএ–৫ পেল ২০১ শিক্ষার্থী
- চোখ বন্ধ, হাসি নেই: এক ক্লিকেই ঠিক করবে গুগল ফটোস
- মিস ইউনিভার্স মঞ্চের কঠিন বাস্তবতার কথা জানালেন বাংলাদেশের মিথিলা
- আন্তর্জাতিক সহনশীলতা দিবস আজ
- 'দাউদের মাদক পার্টিতে নোরা', পুলিশের নজরে অভিনেত্রী
- অ্যাশেজের প্রথম টেস্টে উডকে নিয়ে শঙ্কা নেই
- সিলেটে অ্যাম্বুলেন্স ও বাসে আগুন
- চীনা বিনিয়োগে বৈশ্বিক রপ্তানিকেন্দ্র হওয়ার বিশাল সম্ভাবনা বাংলাদেশের
- ফুয়াদের সুরে কনার গান
বরিশালে স্বাস্থ্যবিধি উপেক্ষিত আগ্রহ নেই মাস্ক ব্যবহারে
মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা বাস্তবায়ন করবে প্রশাসন
নিজস্ব প্রতিবেদক, বরিশাল
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর