সোমবার, ২২ মার্চ, ২০২১ ০০:০০ টা

তিস্তা ব্যারাজ অভিমুখে বাসদের রোডমার্চ

নিজস্ব প্রতিবেদক, রংপুর

তিস্তাসহ ৫৪টি অভিন্ন নদীর ন্যায্য হিস্যার দাবিতে বাসদ আয়োজিত রোডমার্চ গতকাল সকালে রংপুর থেকে তিস্তা ব্যারাজ অভিমুখে যাত্রা করেছে।

এর আগে নগরীর শাপলা চত্বরে আয়োজিত সমাবেশে ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর বাতিল, তিস্তা চুক্তি বাস্তবায়নের ব্যর্থতাসহ বিভিন্ন অভিযোগ আনা হয়। বাসদ কেন্দ্রীয় সদস্য বজলুর রশীদ ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাসদ নেতা রাজেকুজ্জামান রতন, জেলা বাসদ সমন্বয়ক আবদুল কুদ্দুস, বাসদ নেতা মমিনুর রহমান প্রমুখ নেতারা।

সমাবেশে অভিযোগ করা হয়, ভারতের উজানে গজলডোবায় বাঁধ নির্মাণ করে তিস্তা নদীর পানি একতরফাভাবে আটকিয়ে রাখা হয়েছে। ফলে শুষ্ক মৌসুমে প্রমত্তা তিস্তা নদী ধু-ধু বালুচরে পরিণত হয়েছে। তারা বলেন, তিস্তা ৩১৫ কিলোমিটারব্যাপী আন্তর্জাতিক নদী হওয়া সত্ত্বেও একতরফাভাবে বাঁধ দিয়ে ভারত বিদ্যুৎ উৎপাদন ও তাদের এলাকায় সেচ সুবিধা গ্রহণ করছে। পানির প্রবাহ বন্ধ করে দেওয়ায় রংপুরসহ উত্তরাঞ্চলে ৫ লাখ ৪০ হাজার হেক্টর জমিতে সেচ সুবিধা পাচ্ছেন না কৃষকরা। ফলে অন্তত ২০ লাখ টন ধান উৎপাদন থেকে বঞ্চিত হচ্ছেন তারা।

সর্বশেষ খবর