সোমবার, ৫ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

ঝড়ে ক্ষতিগ্রস্ত প্রজাপতি সড়কবাতির ৮৬ খুঁটি

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

ঝড়ে রাজশাহীতে সড়ক ডিভাইডারে থাকা সড়কবাতির অন্তত ৮৬টি খুঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে প্রায় ৪০টি খুঁটি মাটি স্পর্শ করেছে। আর ৪৬টি খুঁটি হেলে পড়েছে। গতকাল বিকালে বাতাসের ৬৫ কিলোমিটার গতিবেগের ঝড়ে নগরীর বিলশিমলা-কাশিয়াডাঙ্গা সড়কে এ ঘটনা ঘটেছে।

মাত্র তিন মাস আগেই বাতিগুলো বসানো হয়েছিল। খুঁটিগুলোর উপরের অংশে প্রজাপতির মতো ডানা মেলে থাকা দুই পাশে দুটি করে এলইডি বাতি লাগানো হয়। এ কারণে সড়কটি রাজশাহীর ‘প্রজাপতি সড়ক’ নামে পরিচিতি পেয়েছে। গত ২৭ জানুয়ারি সড়কবাতিগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

রাজশাহী আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক এসএম রেজোয়ানুল হক জানিয়েছেন, রবিবার বিকাল ৩টা ৫৫ মিনিটে ধুলিঝড় শুরু হয়।

নগরীর বিনোদপুর এলাকায় যেখানে আবহাওয়া অফিস, সেখানে ধুলিঝড় স্থায়ী ছিল ৪টা ২৫ মিনিট পর্যন্ত। তবে নগরীর অন্যান্য এলাকায় বিকাল সাড়ে ৫টা পর্যন্ত দমকা হাওয়া বইছিল।

ঝড়ের সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৬৫ কিলোমিটার। এই ঝড়েই সড়কবাতির খুঁটি পড়ে যাওয়া প্রসঙ্গে জানতে চাইলে রাসিকের নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ ও যান্ত্রিক) রেয়াজাত হোসেন রিটু বলেন, ঝড়ের কারণে খুঁটিগুলো হেলে পড়েছে। কিছু পড়ে গেছে। আমাদের ওয়ারেন্টির সময় আছে। ঠিকাদারি প্রতিষ্ঠান নিজ দায়িত্ব আবার সব ঠিক করে দেবে।

ঠিকাদারি প্রতিষ্ঠান হ্যারো ইঞ্জিনিয়ারিংয়ের স্বত্ব¡াধিকারী আশরাফুল হুদা টিটো বলেন, খবর পেয়ে আমি সরেজমিনে পরিদর্শন করেছি। আমাদের এক বছরের ওয়ারেন্টির মেয়াদ আছে। প্রয়োজনে পাঁচ বছর দেব। আর ক্ষতিগ্রস্ত খুঁটিগুলো রাতের মধ্যেই ঠিক করে দেওয়া হবে। এ জন্য ক্রেন খুঁজছি।

                এদিকে হঠাৎ ঝড়ে ভেঙে গেছে বিভিন্ন এলাকার বিল বোর্ড। নগরীর কামারুজ্জামান চত্বরে বিল বোর্ড ভেঙে সড়কে পড়ায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এছাড়া আমের ব্যাপক ক্ষতি হয়েছে। পবা উপজেলার বিভিন্ন এলাকায় ঘর-বাড়ি ভেঙে গেছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সর্বশেষ খবর