শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

বিনা ওয়ারেন্টে শিক্ষার্থী গ্রেফতারের সংস্কৃতি শুরু হয়েছে

-ছাত্র অধিকার পরিষদ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রতিবাদ জানানো আমাদের নাগরিক অধিকার। কিন্তু পুলিশ আমাদের সমাবেশে বাধা দিয়ে আমাদের সেই অধিকার খর্ব করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বিনা ওয়ারেন্টে একের পর এক শিক্ষার্থীকে তুলে নেওয়ার যে ভয়াবহ সংস্কৃতি শুরু হয়েছে, সেটি সত্যিই ভয়ঙ্কর। ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি আসিফ মাহমুদ এক সংহতি সমাবেশে এ সব কথা বলেন। ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক ও ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আখতার হোসেনকে গ্রেফতার এবং রিমান্ডে নেওয়ার প্রতিবাদে সংহতি সমাবেশ করে শিক্ষার্থীরা। পুলিশের বাধায় রাজু ভাস্কর্যের পরিবর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় স্ন্যাক্স-ডাসের সামনে গতকাল বিকালে এই সমাবেশ হয়। এতে অন্যান্যের মধ্যে অংশ নেন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রফিকুল আমিন প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর