রবিবার, ১৮ এপ্রিল, ২০২১ ০০:০০ টা
অর্থনীতি সমিতির সেমিনার

কৃষিভিত্তিক শিল্পায়নের ওপর জোর দিতে হবে

নিজস্ব প্রতিবেদক

বৈশ্বিক অর্থনৈতিক মহামন্দা ও করোনাভাইরাস মহামারী উদ্ভূত পরিস্থিতিতে কৃষিভিত্তিক শিল্পায়নে জোর দিতে সরকারকে তাগিদ দিয়েছেন দেশের খ্যাতনামা অর্থনীতিবিদরা। তারা বলেছেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ পরিস্থিতি এড়াতে প্রকৃতির ভারসাম্য রক্ষায় কৃষিভিত্তিক শিল্পায়নে আমাদের ফিরে যেতে হবে। এতে কৃষিপণ্যের দাম বাড়বে। কৃষক আরও টাকা পাবে। কৃষকের ক্রয় ক্ষমতা বাড়বে। মনে রাখতে হবে কৃষক একইসঙ্গে উৎপাদক ও শিল্পপণ্যের ক্রেতা।

গতকাল বাংলাদেশ অর্থনীতি সমিতি আয়োজিত ‘শিল্পায়ন : শোভন বাংলাদেশের সন্ধানে’ শীর্ষক অনলাইন সেমিনারে এসব কথা বলেন অর্থনীতিবিদরা। সংগঠনটির সাধারণ সম্পাদক ড. জামালউদ্দিন আহমেদের সঞ্চালনায় বক্তব্য দেন অর্থনীতি সমিতির সাবেক সভাপতি ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর চেয়ারম্যান অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জমান আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. শফিক-উজ জামান এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক চেয়ারম্যান ড. মো. মোয়াজ্জেম হোসেন খান। ড. কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ পরিস্থিতি এড়াতে প্রকৃতির ভারসাম্য রক্ষায় কৃষিভিত্তিক শিল্পায়নে আমাদের ফিরে যেতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর