সোমবার, ১৯ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

সচল বাংলাদেশ ব্যাংকের ইএফটি স্বাভাবিক লেনদেন ব্যাংকগুলোতে

নিজস্ব প্রতিবেদক

এক দিন পরই ঠিক হয়ে গেছে বাংলাদেশ ব্যাংকের আইটি সমস্যা। গত বৃহস্পতিবার আইটি সমস্যার কারণে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার সিস্টেম বিঘ্নিত হয়। ফলে আন্ত ব্যাংক চেক লেনদেন বন্ধ হয়ে যায়। গতকাল সেই সমস্যার সমাধান হয়ে যাওয়ায় স্বাভাবিক লেনদেন হয়েছে।  বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম বলেন, গত ১৩ এপ্রিলের পর থেকে ব্যাংকগুলোর মধ্যে চেক ক্লিয়ারিং, আরটিজিএস ও বিইএফটিএন করতে সমস্যা হচ্ছিল। বাংলাদেশ ব্যাংকের আইটিতে একটু  টেকনিক্যাল সমস্যা হয়েছিল। এই সমস্যার সমাধান হয়ে গেছে। আইটি বিভাগ আমাকে জানিয়েছে, এখন ব্যাংকগুলো সব সেবা ব্যবহার করতে পারবে। এদিকে করোনাভাইরাস সংক্রমণে বিধিনিষেধের মধ্যে লেনদেন হচ্ছে ব্যাংকগুলোতে। রাজধানীর বিভিন্ন শাখায় গিয়ে দেখা গেছে, অন্যান্য দিনের মতো ভিড় না থাকলেও গ্রাহকদের উপস্থিতি ছিল। অনেক গ্রাহক চেক ভাঙাতে এসেছেন। অনেককে রেমিট্যান্স উত্তোলন, ইউটিলিটি বিল জমা দিতেও দেখে গেছে। শাখাগুলোতে কর্মকর্তাদের উপস্থিতি তুলনামূলক কম দেখা গেছে। তবে সেটা ব্যাংকের রোস্টার মেনেই করা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর