বুধবার, ২১ এপ্রিল, ২০২১ ০০:০০ টা
চট্টগ্রাম জেনারেল হাসপাতাল

সংকটাপন্ন মুহূর্তে মিলছে না অতি জরুরি অক্সিজেন মাস্ক

রেজা মুজাম্মেল, চট্টগ্রাম

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি হন আরেফা খাতুন। রাত তখন ১০টা। চলছে লকডাউন। রোগীর শ্বাসকষ্টও বেশি। চিকিৎসকের পরামর্শ অক্সিজেন মাস্ক দেওয়ার। কিন্তু হাসপাতালে নেই অক্সিজেন মাস্ক। রোগীর স্বজন মুরাদ হাসান বলেন, ‘প্রথমে হাজারি গলি যাই। সেখানে কয়েকটি ফার্মেসি খোলা থাকলেও তা পাওয়া যায়নি। পরে যাই চমেক হাসপাতাল এলাকায়। সেখান থেকে কিনে এনে রোগীকে দেওয়া হয়।’ তিনি অভিযোগ করে বলেন, ‘একটি অক্সিজেন মাস্ক ৫০০-৬০০ টাকায় পাওয়া যায়। এটি যদি সরকারিভাবে সরবরাহ থাকত তাহলে মুমূর্ষু রোগীদের দুর্ভোগ কমত। অথচ স্পর্শকাতর সময়ে এটি পাওয়া যাচ্ছে না। তা ছাড়া হাসপাতালটিও পাহাড়ের চূড়ায়। রাতে এখানে তৈরি হয় ভুতুড়ে অন্ধকার।’ জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডের চিকিৎসক ডা. প্রসূন সাহা বলেন, ‘প্রথম দিকে বেসরকারি উদ্যোগে অক্সিজেন মাস্ক সরবরাহ ছিল। পরে তা শেষ হওয়ায় আমরা বিপাকে পড়েছি। তবে বিষয়টি ঊর্ধ্বতন মহলকে অবহিত করা হয়েছে। কেন্দ্রীয় ঔষধাগারে মাস্কটি আছে বলে জানানো হয়েছে। আশা করি বরাদ্দের পর শিগগিরই পাওয়া যাবে।’ জানা যায়, জেনারেল হাসপাতালে সরকারিভাবে মাস্কটির সরবরাহ নেই। করোনার প্রথম পর্যায়ে বেসরকারিভাবে কিছু পাওয়া গেলেও দ্বিতীয় ঢেউয়ের শুরুতে তা শেষ হয়ে যায়। ফলে সংকট দেখা দেয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর