রবিবার, ২৫ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

রাজধানীতে দুই শিশুর অস্বাভাবিক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে পৃথক ঘটনায় দুই শিশুর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তারা হলো- দক্ষিণখানে হাবিবুর রহমান (৩) ও তুরাগে সোহাগী আক্তার (৭)। গতকাল দুপুরে দক্ষিণখানে তেলাপোকা মারার ওষুধ খেয়ে শিশু হাবিবুরের মৃত্যু হয়। মৃতের বাবা হুমায়ুন মিয়া ভ্যানে করে মাছ বিক্রি করেন। আর মা আসমা বেগম গার্মেন্টে চাকরি করেন। তারা জানান, সকালে আমরা দুজনে বাইরে চলে যাই। বাসায় তেলাপোকা মারার ওষুধ এনে রেখেছিলাম। কাজ থেকে ফিরে এসে ঘরে ছিটানোর ইচ্ছা ছিল। দুপুরে সেই তেলাপোকার ওষুধ ছেলে হাবিবুর খাবার কিছু মনে করে খেয়ে অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাড়ি কিশোরগঞ্জের বাজিতপুর থানার মাইচ চরে। বর্তমানে দক্ষিণখানের হলেন মোড় মেম্বার গলিতে থাকেন। দুই ভাই ও দুই বোনের মধ্যে হাবিবুর ছিল তৃতীয়। এদিকে গতকাল সকালে তুরাগের কামারপাড়া এলাকায় নির্মাণাধীন একটি ভবন থেকে ইটের আস্তর পড়ে শিশু সোহাগীর মৃত্যু হয়। সোহাগীর নানি পারভীন আক্তার জানান, সোহাগী স্থানীয় একটি মাদরাসায় পড়ত। তারা কামারপাড়া শাপলার মোড়ে জীবন মিয়ার টিনশেড বাসায় থাকেন। সোহাগীর বাবা সজীব প্রায় ছয় বছর আগে তাদের ছেড়ে চলে গেছে। তারপর থেকে সোহাগী ও তার মা নাসরিন আক্তার তাদের কাছে থাকত। গতকাল সকালে সোহাগী ঘরে একাই ছিল। পাশের ছয়তলা নির্মাণাধীন ভবন থেকে সিমেন্ট দিয়ে তৈরি করা বড় ইটের আস্তর ঘরের টিনের চালার ওপর পড়ে টিন ভেঙে ঘরে থাকা সোহাগীর ওপরে পড়ে। এতে গুরুতর আহত হয়ে সোহাগী মারা যায়।

সর্বশেষ খবর