নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান বলেছেন, ‘আল্লাহ যদি ঈদের পর সবাইকে সুস্থ রাখেন, তাহলে কিছু সত্য কথা বলব, কিছু সত্য জিনিস তুলে ধরব এবং কিছু মানুষের মুখোশ খুলে দেব।’ গতকাল জুমার নামাজের আগে শহরের মাসদাইর কবরস্থান মসজিদে বড় ভাই সাবেক সংসদ সদস্য নাসিম ওসমানের মৃত্যুবার্ষিকীতে মুসল্লিদের উদ্দেশে তিনি এ কথা বলেন। ‘করোনাভাইরাস এলো। এরপরও আমাদের মধ্যে কিছু মানুষ ভালো হতে পারল না।
আমরা কারও সম্পত্তি দখল করি, অহংকার করি। তাই সময় আছে, বেঁচে থাকতে তওবা করুন। আর মানুষের কাছে ক্ষমা চেয়ে নিন।’ তিনি বলেন, ‘করোনা এসেছে আমাদের শিক্ষা দিতে। মরে গেলে আপনার আমার পরিচয় লাশ। অহংকার মাটির সঙ্গে মিশে যাবে। কত মানুষ-ই তো ক্ষমতাবান ছিল। আজ তো তারা নেই। তারপরও আমাদের শিক্ষা হয় না।’
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        