সোমবার, ১০ মে, ২০২১ ০০:০০ টা

খালেদা জিয়াকে বিদেশ যেতে দেওয়া উচিত

টাঙ্গাইল প্রতিনিধি

খালেদা জিয়াকে বিদেশ যেতে দেওয়া উচিত

মানবিক কারণে হলেও বেগম খালেদা জিয়াকে চিকিৎসা করাতে বিদেশে  যেতে দেওয়া উচিত। তাকে নিয়ে সরকারের এমন চালাচালি করা মোটেও উচিত হচ্ছে না। তিনি বলেন, উনার যে অবস্থা এদেশে উনার চিকিৎসা হচ্ছে না। লাঞ্চে পানি আসাটা খুবই খারাপ লক্ষণ। যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। এটা দেশের জন্য, জাতির জন্য একটা বিপজ্জনক সমস্যার দিকে নিয়ে যাচ্ছে। যখন আইন মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে তখনই তো করে দিতে পারত সরকার।

এটা তো আধাঘণ্টার কাজ। তিনি বলেন, খালেদা জিয়ার অনেক শাস্তি হয়ে গেছে। তাকে জামিন দিতে অসুবিধা কোথায়। এ নিয়ে তর্কবিতর্ক না করে মানবিক কারণে, দেশের জন্য শান্তির কারণে উনাকে আজই বলে দিন আপনি যেখানে ইচ্ছা চিকিৎসা করাতে পারেন।

গতকাল দুপুরে ভাসানী অনুসারী পরিষদের আয়োজনে মওলানা ভাসানীর মাজার জিয়ারত করে অসহায় দুস্থদের মাঝে ঈদুল ফিতরের শতাধিক উপহার সামগ্রী বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডা. জাফরুল্লাহ চৌধুরী। এ সময় তার সঙ্গে ছিলেন, ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু, প্রেসিডিয়াম মেম্বার নঈম জাহাঙ্গীরসহ অন্য নেতারা।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর