করোনা মহামারীর কারণে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বর্ষের সেমিস্টার ফাইনাল পরীক্ষা নেওয়ার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। পরীক্ষার সময়, প্রক্রিয়া ও মূল্যায়নের খসড়া তৈরির জন্য এ সংক্রান্ত কমিটিটি গঠন করা হয়েছে। গতকাল সকাল দশটায় অনলাইনে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ১৬৫তম একাডেমিক কাউন্সিলে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, অনলাইনে পরীক্ষা নেওয়া সংক্রান্ত কমিটি একটা খসড়া তৈরি করবে। আগামী বৃহস্পতিবার কমিটির প্রস্তুত করা খসড়াটি একাডেমিক কাউন্সিলে তোলা হবে এবং সেখানে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        