সোমবার, ২৪ মে, ২০২১ ০০:০০ টা

রাবির ১৩৭ জনের নিয়োগ বাতিল

সাবেক ভিসির বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞার সুপারিশ

রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাবেক উপাচার্য (ভিসি) অধ্যাপক আবদুস সোবহান মেয়াদের শেষ দিনে যে ১৩৭ জনের নিয়োগ দিয়েছেন, সেগুলো বাতিলের সুপারিশ করেছে তদন্ত কমিটি। মেয়ে-জামাইসহ সাবেক ভিসি অনিয়মের আশ্রয় নিয়ে যে শিক্ষকদের নিয়োগ দিয়েছেন, সেগুলোর ক্ষেত্রেও একই সুপারিশ কমিটির। এ ছাড়া তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিদেশ যাত্রার ওপর নিষেধাজ্ঞা দেওয়ার কথা বলা হয়েছে। উপাচার্য আবদুস সোবহান তার শেষ কর্মদিবসে অ্যাডহকভিত্তিতে এ গণনিয়োগ দিয়ে যান। ৬ মে নিয়োগ দেওয়া হলেও এর এক দিন আগে ৫ মে নিয়োগপত্র ইস্যু করা হয়। শিক্ষা মন্ত্রণালয়ের নিয়োগ নিষেধাজ্ঞা উপেক্ষা করায় এ নিয়োগ নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়। সেদিনই শিক্ষা মন্ত্রণালয় এ নিয়োগ নিয়ে তদন্ত কমিটি গঠন করে। গতকাল  বেলা ১১টার দিকে এ কমিটির প্রতিবেদন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের কাছে জমা দেওয়া হয়েছে। এর আগে গত বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত ৪ সদস্যের এই কমিটির তদন্ত শেষ হয়। তদন্ত কমিটি সূত্রে জানা গেছে, সাবেক উপাচার্যের আরেকটি দেশের নাগরিকত্ব রয়েছে। তার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিচার শুরুর আগেই পালিয়ে যেতে পারেন আশঙ্কায় এ সুপারিশ করা হয়েছে। তবে প্রতিবেদন জমা দেওয়ার পর তদন্ত কমিটির আহ্বায়ক ইউজিসি সদস্য অধ্যাপক মুহম্মদ আলমগীরের বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর