রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাবেক উপাচার্য (ভিসি) অধ্যাপক আবদুস সোবহান মেয়াদের শেষ দিনে যে ১৩৭ জনের নিয়োগ দিয়েছেন, সেগুলো বাতিলের সুপারিশ করেছে তদন্ত কমিটি। মেয়ে-জামাইসহ সাবেক ভিসি অনিয়মের আশ্রয় নিয়ে যে শিক্ষকদের নিয়োগ দিয়েছেন, সেগুলোর ক্ষেত্রেও একই সুপারিশ কমিটির। এ ছাড়া তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিদেশ যাত্রার ওপর নিষেধাজ্ঞা দেওয়ার কথা বলা হয়েছে। উপাচার্য আবদুস সোবহান তার শেষ কর্মদিবসে অ্যাডহকভিত্তিতে এ গণনিয়োগ দিয়ে যান। ৬ মে নিয়োগ দেওয়া হলেও এর এক দিন আগে ৫ মে নিয়োগপত্র ইস্যু করা হয়। শিক্ষা মন্ত্রণালয়ের নিয়োগ নিষেধাজ্ঞা উপেক্ষা করায় এ নিয়োগ নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়। সেদিনই শিক্ষা মন্ত্রণালয় এ নিয়োগ নিয়ে তদন্ত কমিটি গঠন করে। গতকাল বেলা ১১টার দিকে এ কমিটির প্রতিবেদন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের কাছে জমা দেওয়া হয়েছে। এর আগে গত বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত ৪ সদস্যের এই কমিটির তদন্ত শেষ হয়। তদন্ত কমিটি সূত্রে জানা গেছে, সাবেক উপাচার্যের আরেকটি দেশের নাগরিকত্ব রয়েছে। তার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিচার শুরুর আগেই পালিয়ে যেতে পারেন আশঙ্কায় এ সুপারিশ করা হয়েছে। তবে প্রতিবেদন জমা দেওয়ার পর তদন্ত কমিটির আহ্বায়ক ইউজিসি সদস্য অধ্যাপক মুহম্মদ আলমগীরের বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
শিরোনাম
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- বন্দর রক্ষায় হরতাল-অবরোধসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
- ‘শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ দক্ষতা-পেশাদারিত্ব দেখাতে হবে’
- ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধ ও কিশোরের
- এটি বড় ভূমিকম্পের আগাম বার্তা: গবেষক আনসারী
- নরসিংদীতে ভূমিকম্পে বাবা-ছেলেসহ তিনজনের মৃত্যু, অর্ধশতাধিক আহত