সোমবার, ৩১ মে, ২০২১ ০০:০০ টা

একসঙ্গে তিনটি বাছুরের জন্ম

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

একসঙ্গে তিনটি বাছুরের জন্ম

ময়মনসিংহের তারাকান্দায় একটি ফ্রিজিয়াম জাতের গাভী একসঙ্গে তিন বাছুর জন্ম দিয়েছে। উপজেলার কাকনী ইউনিয়নের আউটধার গ্রামের আবদুুর রাজ্জাকের ছেলে কৃষক আজিজুলের বাড়িতে এই ঘটনা ঘটেছে। জানা গেছে, বুধবার ভোরে একটি ও সকাল ৮টার দিকে আরও দুইটি বাছুর প্রসব করে আজিজুলের গাভীটি। এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। উৎসুক মানুষ ভিড় করতে থাকেন আজিজুলের বাড়িতে। আজিজুল আগে গরু পালনের পাশাপাশি রাজমিস্ত্রির কাজ করতেন। পরে গরুতেই তার কপাল খোলে। দুই বছর আগে ফুলপুর ব্র্যাক অফিস সংলগ্ন নাজমুল নামে এক খামারির কাছ থেকে একটি বাছুরসহ ফ্রিজিয়াম জাতের এই রাজকপালি গরুটি ১ লাখ ৮৫ হাজার টাকায় কিনেছিলেন আজিজুল। এরপর তার গোয়ালে এসে আরেকটি এঁড়ে বাছুর হয়েছিল। ৪০ হাজার টাকায় ওই বাছুরটি বিক্রি করেন তিনি। এ ছাড়া প্রতিদিন প্রায় ২০ লিটার করে দুধ বিক্রি করতে পারেন আজিজুল। মাত্র দুই কাঠা জমি থাকলেও সংসার চালাতে তেমন বেগ পান না তিনি। ২ লাখ টাকা খরচ করে একসঙ্গে আটটি গরু পালনের বন্দোবস্ত করেছেন। তার স্ত্রী লাইলি বেগম বলেন, ‘বড় ছেলেটি কাকনী উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে পড়ে। কোলে ৯ মাস বয়সী একটি মেয়ে লইয়াই গরুর খেদমত করি। এবার একসঙ্গে তিনটি বাছুর হওয়ায় সব কষ্ট দূর হয়ে গেছে।’

তিনি আরও বলেন, ‘গরু পালনের পর থেকে আমাদের ভাগ্য ফিরেছে। এবার যে তিনটি বাছুর জন্ম হয়েছে ভাগ্যক্রমে তিনটিই বকনা বাছুর। এগুলো একনজর দেখতে আশপাশ থেকে ছুটে এসেছেন উৎসুক মরম আলী, উজ্জ্বল মিয়া, মামুন, সাঈদুল হক ও হেকিম আকন্দসহ অনেকে।’

কৃষক আজিজুল বলেন, ‘আমি আগে রাজমিস্ত্রির কাজ করতাম। গরুতে লাভ পেয়ে ওই পেশাডা ছাইড়া দিছি। আমার বর্তমানে দুটি বড় গরু আর এই তিনটি বাছুর। ভবিষ্যতে আমি এটাতেই থাকতে চাই। আমি একসঙ্গে আটটি গরু পালনের বন্দোবস্ত করছি। কিন্তু আর্থিক অভাবের কারণে আর গরু ক্রয় করা সম্ভব হচ্ছে না।’ এদিকে গতকাল সরেজমিন গিয়ে দেখা গেছে, গাভীসহ বর্তমানে তিনটি বাছুরই সুস্থ আছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর