মঙ্গলবার, ১৫ জুন, ২০২১ ০০:০০ টা

জাতিসংঘে রোহিঙ্গা ইস্যু বড় করে তুলে ধরব

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

জাতিসংঘে রোহিঙ্গা ইস্যু বড় করে তুলে ধরব

জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে আসা বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এ মোমেন গত রবিবার জেএফকে এয়ারপোর্টে সাংবাদিকদের জানিয়েছেন, জাতিসংঘের অধিবেশনে বাংলাদেশের রোহিঙ্গা ইস্যুটি সবচেয়ে বড় সমস্যা হিসেবে তুলে ধরব। তিনি রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যু ও এলডিসি ফিফথ কনফারেন্সের আলোকে জাতিসংঘে উচ্চ পর্যায়ের বৈঠকে অংশগ্রহণের জন্য এদিন বিকালে নিউইয়র্ক পৌঁছান। এ সময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রোহিঙ্গাদের অবস্থা নিয়ে জাতিসংঘ সাধারণ অধিবেশনে একটি আলোচনা হবে। সেখানে আমরা বাংলাদেশের অবস্থান উপস্থাপন করব। আমাদের অবস্থান পরিষ্কার- যত শিগগির সম্ভব ১১ লাখ রোহিঙ্গার প্রত্যাবর্তন হতে হবে। এটা আমাদের নম্বর ওয়ান ইস্যু।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর