বুধবার, ১৬ জুন, ২০২১ ০০:০০ টা

কওমি মাদরাসা খুলে দেওয়ার দাবি

নিজস্ব প্রতিবেদক

মানবিক বিবেচনায় দেশের সব কওমি মাদরাসা অবিলম্বে খুলে দেওয়া, মুসলমান সন্তানদের পবিত্র কুরআন এবং ফরজ জ্ঞান শিক্ষার জন্য সব প্রাইমারি স্কুলে ধর্মীয় শিক্ষক নিয়োগ, কুরবানির পশুর চামড়ার ন্যায্যমূল্য নির্ধারণ এবং দেশের প্রায় ৩ লাখ মসজিদের ১০ লাখ ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের চাকরিবিধি ও বেতন কাঠামো ঠিক করার দাবি জানানো হয়েছে। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এসব দাবি জানানো হয়। লিখিত বক্তব্যে পরিষদের সভাপতি আল্লামা নুরুল হুদা ফয়েজী বলেন, কওমি মাদরাসা আর সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানের মাঝে চরিত্রগত মৌলিক পার্থক্য রয়েছে। কওমি মাদ্রাসা-শিক্ষা প্রদানের সঙ্গে সঙ্গে শিক্ষার্থীদের থাকা-খাওয়ার ব্যবস্থা করে থাকে। ফলে কওমি মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি সামাজিক নিরাপত্তা বলয় তৈরিতে অবদান রাখে। করোনার এ দুঃসময়ে লাখ লাখ শিক্ষার্থীর খাদ্য ও আবাসন ব্যবস্থা বন্ধ করে রাখা অমানবিক।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর